বিয়ে মানেনি পরিবার, দীঘার হোটেলে আত্মঘাতী দম্পতি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Apr 2016 09:40 AM (IST)
দীঘা: দীঘার হোটেলে দম্পতির আত্মহত্যা। দরজা ভেঙে উদ্ধার ঝুলন্ত দেহ। উদ্ধার সুইসাইড নোট। পুলিশ সূত্রে খবর, হুগলির ধনেখালির বাসিন্দা জয়ন্ত ধাড়া ও তাঁর স্ত্রী শীলা বুধবার নিউ দীঘার একটি হোটেলে ওঠেন। আজ তাঁদের ফিরে যাওয়ার কথা ছিল। বেলা গড়িয়ে গেলেও, দরজা না খোলায় হোটেলকর্মীদের সন্দেহ হয়। পুলিশ এসে দরজা ভেঙে দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার করে। ঘর থেকে উদ্ধার সুইসাইড নোট। পুলিশ সূত্রে খবর, তাতে লেখা, তাঁদের বিয়ে মেনে নিতে পারেনি দুই পরিবারের লোকজন। সে কারণেই আত্মহত্যার সিদ্ধান্ত।