অস্কারের  দৌড়ে থেকেও খেতাব পেল না ভারতীয় ছবি প্রিয়ঙ্কা চোপড়ার 'অনুজা'।  মার্কিন-ভারতীয় ছবি হিসেবে অস্কারের মনোনয়নে ছিল ছবিটি। বহু ভারতীয় আশা ছিল প্রিয়ঙ্কার 'অনুজা' নিয়ে। যদিও শেষমেষ ভারতীয়দের মুখে হাসি ফোটাতে পারল না অস্কারের তালিকা।  একাডেমি পুরষ্কারের তালিকা ভারতীয়দের মন ভরাতে না পারলেও হাসি ফোটালেন উপস্থাপক কোনান ও'ব্রায়েন। প্রথমবার এই মঞ্চে  উপস্থাপনার দায়িত্ব সামলালেন  কোনান । আর  ২০২৫ সালের একাডেমি পুরষ্কারের সূচনাটাই করলেন একদম চমকে দিয়ে। পুরস্কার না পেলেও এমন সারপ্রাইজে মুগ্ধ ভারতীয় সিনেপ্রেমীরা। 

 কোনান ও'ব্রায়েন বলা শুরুই করলেন হিন্দিতে। সকলকে বললেন 'নমস্তে'। তারপর বললেন, 'আপনারা যারা ভারত থেকে দেখছেন,  বলব... ভারত কে লোগো কো নমস্কার। ওঁহা সুভা হো চুকি হ্যায় তো মুঝে উমিদ হ্যায় কি আপ ক্রিস্পি নাস্তে কে সাথ অস্কার দেখেঙ্গে' । বাংলায় যার মানে দাঁড়ায়, 'ভারতকে শুভেচ্ছা। ওখানে সবে সকাল হয়েছে,  আশা করি আপনারা প্রাতঃরাশ খেতে খেতে অস্কার উপভোগ করবেন'। 

এবার অস্কারের মঞ্চে ভারতের প্রাপ্তি শূন্য। বেস্ট লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে মনোনীত হয়েছিল প্রিয়ঙ্কা চোপড়া প্রযোজিত ( সহ প্রযোজক ) 'অনুজা'। কিন্তু শেষমেষ অস্কার পেল না ছবিটি। ২০২৩ সালে ভারতকে গর্বিত করেছিল আরআরআর-এর নাটু নাটু গানটি। 

৯৭ তম অস্কারের মঞ্চে সবচেয়ে বেশি পুরষ্কার জিতে নিয়েছে সেক্স ওয়ার্কারদের জীবনকাহিনি নির্ভর ছবি ‘আনোরা’।  পাঁচটি ক্যাটাগরিতে অস্কার এসেছে তাদের ঝুলিতে। এছাড়া তিনটি ক্যাটাগরিতে অস্কার পেয়েছে ‘দ্য ব্রুটালিস্ট’ । এক নজরে দেখে নেওয়া যাক অস্কারের তালিকা।

  • সেরা অভিনেতা - এড্রিয়েন ব্রডি 'দ্য ব্রুটালিস্ট' ছবির জন্য।
  • সেরা সহ-অভিনেতা - কিয়েরান কালকিন, 'আ রিয়েল পেইন'  ছবিটির জন্য 
  • সেরা আন্তর্জাতিক সিনেমা  ব্রাজিলের ছবি 'আই অ্যাম স্টিল হিয়ার'।
  • সেরা অভিনেত্রী মাইকি ম্যাডিসন 'আনোরা'-য় অভিনয়ের জন্য।
  • সেরা সহ-অভিনেত্রী জোই সালদানা 'এমিলিয়া পেরেজ' ছবিটির জন্য ।
  •  সেরা পরিচালক শন বেকার 'আনোরা'র জন্য।
  • সেরা সিনেমা 'আনোরা' 
  • সেরা সিনেম্যাটোগ্রাফার লোল ক্রলি  'দ্য ব্রুটালিস্ট' ছবিটির জন্য। 
  • সেরা সম্পাদনা-র জন্যও পুরস্কৃত শন বেকার 'আনোরা'র জন্য।
  • সেরা অরিজিনাল স্কোরের জন্য পুরস্কৃত সঙ্গীত পরিচালক ড্যানিয়েল ব্লুমবার্গ 'দ্য ব্রুটালিস্ট' ছবিটির জন্য।
  • সেরা অরিজিনাল সং-এর পুরস্কার জিতেছে 'এমিলিয়া পেরেজ'-এর এল মাল গানটি।
  • সেরা ডকুমেন্টরি ফিচার ফিল্ম 'নো আদার ল্যান্ড'। 
  • সেরা ডকুমেন্টরি শর্টফিল্ম-এর সম্মান জিতেছে 'দ্য ওনলি গার্ল ইন দ্য অর্কেস্ট্রা'।
  • সেরা কস্টিউম ডিজাইনে পুরস্কৃত 'উইকেড'।
  • সেরা প্রোডাকশন ডিজাইনে পুরস্কৃত 'উইকেড' ।
  • সেরা অরিজিনাল স্ক্রিনপ্লে 'আনোরা'।
  • সেরা অ্যাডপ্টেড স্ক্রিনপ্লে  ' কনক্লেভ' ।
  • সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম 'ফ্লো '
  • সেরা ভিশ্যুয়াল এফেক্ট-এ  'ডুন পার্ট টু'
  • সেরা সাউন্ড ডিজাইন 'ডুন পার্ট টু'
  • সেরা শর্টফিল্ম লাইভ অ্যাকশন 'আই অ্যাম নট আ রোবট'।
  • সেরা অ্যানিমেটেড শর্টফিল্ম 'ইন দ্য শ্যাডো অফ দ্য সাইপ্রাস'।
  • সেরা মেকআপ এবং হেয়ারস্টাইলিং 'দ্য সাবস্ট্যান্স'