নয়া দিল্লি: সবজি কিনতে গেলে অনেকসময়ই দেখা যায় সবজি বিক্রেতা সবজির উপর জল ছিটিয়ে দিচ্ছেন। সেটা কীসের জল নিয়ে প্রশ্ন ওঠে না সাধারণত। তবে এবার যে ভাইরাল ভিডিও সামনে এসেছে সেটা দেখার পর নানা প্রশ্ন মনে উঠতে হয়ত বাধ্য।
ভিডিওতে দেখা যাচ্ছে, এক সবজি বিক্রেতার নোংরা নর্দমার জলে শাকসবজি ধুয়ে বাজারে বিক্রি হচ্ছে। মহারাষ্ট্রের উলহাসনগরের খেমানি বাজারে এক সবজি বিক্রেতার এই কাজের ভিডিও ভাইরাল হয়েছে। খেমানি মার্কেটের পোস্ট অফিসের কাছে এই বিক্রেতাকে এই ঘটনাটি ঘটাতে দেখা যায়। সূত্রের খবর অনুসারে, কিছু বিক্রেতাকে একই নোংরা জল বালতিতে ভরে তাদের পণ্যের উপর ছিটিয়ে বিক্রির জন্য রাখতে দেখা গিয়েছে বলে খবর। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
ভাইরাল হওয়া ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, " ইয়ে দেইখিয়ে দোস্তন, ইয়ে আদমি মেথি বেচ রাহা হ্যায়। 'কেয়া বেচ রহে হো ভাই? ইয়ে কিস পানি সে ধো রহে হো?' ইয়ে দেইখিয়ে ইয়ে আদমি গটার কে পানি সে মেথি ধো রাহা হ্যায়'। কিতনে কা বেচ রহে হো ইয়ে মেথি? ইয়ে দেখিয়ে, ইয়ে আদমি গুটার কে পানি সে মেথি ধো কে ইয়াহি বাজার মে বেচে রাহা হ্যায়'।
আরও পড়ুন, মাছের জালে উঠে এল 'ভিনগ্রহীদের মাথা'! দেখেই ভিরমি খেলেন মৎস্যজীবী, তুমুল চাঞ্চল্য
ভিডিওটি ভাইরাল হওয়ার পর, উদ্বিগ্ন বাসিন্দারা কর্তৃপক্ষকে এই ধরনের অস্বাস্থ্যকর আচরণে জড়িত বিক্রেতাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) স্থানীয় কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই ধরনের বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে