নয়াদিল্লি: গত ৫ মে মুক্তি পেয়েছে সুদীপ্ত সেন (Sudipto Sen) পরিচালিত ও বিপুল শাহ (Vipul Shah) প্রযোজিত ছবি 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story)। ছবির ট্রেলার মুক্তির পর থেকেই যে বিতর্ক (controversy) দানা বাঁধতে শুরু করে, ছবির মুক্তির পর তা বিশালাকার ধারণ করে। অনেকেই এই ছবির সপক্ষে যুক্তি দেন, তো একদল মানুষ এই ছবিকে 'প্রোপাগান্ডা' ছবির তকমা দেন। তবে সব বিতর্ককে ছাপিয়েও দুর্দান্ত ব্যবসায়িক সাফল্য লাভ করে চলেছে এই ছবি, মুক্তি পেয়েছে বিদেশেও। এবার বিদেশের মাটিতেই ঝামেলার মুখে পড়তে হল 'দ্য কেরালা স্টোরি'কে। 


বার্মিংহামে 'দ্য কেরালা স্টোরি' চলাকালীন প্রেক্ষাগৃহে ধুন্ধুমার


ভারতে মুক্তি পাওয়ার দিন কয়েক পরে বিদেশে মুক্তি পায় 'দ্য কেরালা স্টোরি'। ভালই চলছিল এতদিন তবে সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, বার্মিংহামের এক প্রেক্ষাগৃহে এই ছবি চলাকালীন একদল সমাজকর্মী চড়াও হন সেখানে। সূত্রের খবর, সেটি ইসলাম ধর্মাবলম্বী সমাজকর্মীদের একটি সংগঠন। এই খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক। ভারতেও ছড়িয়েছে তার আঁচ, অভিযোগ এর জন্য নষ্ট হচ্ছে 'সাম্প্রদায়িক সম্প্রীতি'। 


আন্তর্জাতিক এক সংবাদ সংস্থা সূত্রে খবর, বার্মিংহামের সিনেওয়ার্ল্ড থিয়েটারে শুক্রবার 'দ্য কেরালা স্টোরি' চলাকালীন তার প্রদর্শনী বন্ধ করতে উদ্যত হয় এক দল প্রতিবাদকারী, যাদের দলনেতা শাকিল আফসার, এক কাশ্মিরী সমাজকর্মী। এক খবরের ওয়েবসাইটে ১০ মিনিটের একটি ভিডিও ক্লিপ আপলোড করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে নির্দিষ্ট ওই সমাজকর্মীদের দল প্রেক্ষাগৃহে ঢুকে সিনেমা বন্ধ করিয়ে দেয়। সংবাদ সংস্থা সূত্রে খবর, ঝামেলার সূত্রপাত হতে দেখে ওই প্রেক্ষাগৃহের কর্মীরা ছবির প্রদর্শনী বন্ধ করতে বাধ্য হন। প্রেক্ষাগৃহের দর্শকেরা সমাজকর্মীদের মুখোমুখি হয়ে তাঁদের বেরিয়ে যেতে বললে সমস্যা বাড়তে শুরু করে বলে দাবি প্রতিবেদন সূত্রে। 


আরও পড়ুন: Skin Care Tips: গরমকালেও রুক্ষ-শুষ্ক ত্বকের সমস্যা? কীভাবে মুক্তি পাবেন, রইল কিছু সমাধান


নিরাপত্তা কর্মীদের দ্বারা ওই সমাজকর্মীদের দলকে প্রেক্ষাগৃহ থেকে বের করে দেওয়ার পরে, প্রেক্ষাগৃহের এক কর্মীকে দর্শকদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, 'আপনারা যদি এই সিনেমাটি দেখতে চান তবে প্রথমে আপনাদের সকলকে শান্ত হতে হবে। আমরা আবার সিনেমাটি শুরু করছি। আমরা পরিস্থিতি সামাল দেওয়ার যথাসাধ্য চেষ্টা করছি। সিনেমাটি থামিয়েছি, লাইট জ্বালানো হয়েছে, আমরা পুলিশকেও খবর দিয়েছি।'


প্রসঙ্গত, এই সমাজকর্মীর বিরুদ্ধে এর আগেও নানা জায়গায় গণ্ডগোল সৃষ্টি করার অভিযোগ রয়েছে। ২০১৯-এও তাঁকে বার্মিংহামে নিষিদ্ধ করা হয়েছিল।