কলম্বো: প্রথম ওয়ান ডে টাই হয়েছিল। তাই কলম্বোয় দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে শ্রীলঙ্কাকে (IND vs SL 2nd ODI) হারিয়ে সিরিজ়ে লিড নিতে মরিয়া হয়েই মাঠে নেমেছিল ভারতীয় দল। অনেকটা প্রথম ওয়ান ডের মতোই এই ম্যাচের প্রথম ইনিংসেও লঙ্কান লোয়ার অর্ডার ব্যাটাররা দুরন্ত লড়াই করলেন। নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটের বিনিময়ে ২৪০ রান তুলল শ্রীলঙ্কা। ভারতের হয়ে সর্বাধিক তিন উইকেট নিলেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)।


প্রথম ওয়ান ডে ম্যাচের পর এদিনও টস হেরে প্রথমে বোলিং করতে নামে ভারতীয় দল। ম্যাচের প্রথম বলেই গত হাফ সেঞ্চুরি করা পাথুম নিসাঙ্কাকে সাজঘরে ফেরত পাঠান মহম্মদ সিরাজ। তবে আভিষ্কা ফার্নান্ডো ও কুশল মেন্ডিস দ্বিতীয় উইকেটে খানিক মন্থর গতিতে হলেও, দলের ইনিংসকে স্থিরতা প্রদান করেন। দুইজনে মিলে ৭৪ রান যোগ করেন। আভিষ্কাকে ক্রিজে বেশ ছন্দেই দেখাচ্ছিল। কিন্তু তাঁকে ৪০ রানে ফেরান ওয়াশিংটন সুন্দর। আরেক সেট ব্যাটার কুশল মেন্ডিসকেও ৩০ রানে ফেরান সুন্দর।


সাদিরা সামারাবিক্রমা ও চরিথ আসালঙ্কা ৩২ রান যোগ করেন বটে। তবে অক্ষর পটেল সাদিরাকে ১৪ রানের বেশি এগোতে দেননি। দেখতে দেখতেই ১৩৬ রানে ছয় উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। আসালঙ্কাকে ফেরান ওয়াশিংটন, সাফল্য পান কুলদীপ যাদবও। তবে এই পরিস্থিতি থেকেই ওয়ালালাগে ও কামিন্দু পাল্টা লড়াই চালানো শুরু করেন। ওয়ালালাগে গত ম্যাচে দুরন্ত অর্ধশতরান হাঁকিয়েছিলেন। এদিনও তিনি দারুণ ফর্মে ছিলেন। তাঁদের পার্টনারশিপ ভাঙতে এক সময় তো রোহিত শর্মাও নিজের হাতে বল তুলে নেন। ইনিংস শুরুর আগে হাত ঘোরাতে দেখা গিয়েছিল তাঁকে। তিনি দুই ওভার বল করেন। তবে উইকেট পাননি ভারতীয় অধিনায়ক।


ওয়ালালাগেকে ফিরিয়ে ভারতকে কাঙ্খিত সাফল্য এনে দেন কুলদীপ যাদব। ৩৯ রানে ফেরেন তিনি। অষ্টম উইকেটেও ৩১ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন কামিন্দু ও আখিলা ধনঞ্জয়। দুইজনেই ইনিংসের শেষ ওভারে যথাক্রমে ৪০ ও ১৫ রানে রান আউট হন। শেষ ১০ ওভারে ৭৯ রান তোলে। ভারতের সামনে কিন্তু বেশ চ্যালেঞ্জিং টার্গেটই দিয়েছে শ্রীলঙ্কা।         


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: প্যারিস অলিম্পিক্সের সেমিফাইনালে বড় লিড নিয়েও স্ট্রেট গেমে হার লক্ষ্যর