কলকাতা: বাংলা ছবি ও ধারাবাহিকের অন্যতম পরিচিত মুখ অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee)। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন নতুন ট্যাটুর ছবি।

বিভিন্ন সময়েই সোশ্যাল মিডিয়ায় তাঁর ট্যাটুর ছবি নজর কেড়েছে দর্শকদের। এবার চতুর্থ ট্যাটুর ভিডিও শেয়ার করলেন তিনি। সঙ্গে লিখলেন একটি বড়সড় ক্যাপশনও। কী বিশেষত্ব এই ট্যাটুর? একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে অভিনেতা লেখেন, 'আমি আমার চতুর্থ ট্যাটু করানোর জন্য ১৩ বছর অপেক্ষা করেছি। এবং এই সেই ট্যাটু... এই ট্যাটুটি আমার মাদকাসক্তি থেকে মুক্তি পাওয়াকে উৎসর্গ করলাম। এটি একটি ইউনিভার্সাল প্রোগ্রামের লোগো বোঝায়, যা আমার জীবন বাঁচিয়েছে,ঠিক যেমন গোটা বিশ্বের অগুন্তি মানুষের জীবনও বাঁচিয়েছে।' ভিডিওর ক্যাপশনে তিনি তাঁর বন্ধুকেও ধন্যবাদ জানিয়েছেন।

 

বিভিন্ন সময়েই সোশ্যাল মিডিয়া বা টেড টকেও অভিনেতা তাঁর মাদকাসক্তি নিয়ে কথা বলেছেন। তিনি বহুবার প্রকাশ্যেই জানিয়েছেন যে একসময় প্রবলভাবে মাদকের নেশায় বুঁদ থাকতেন তিনি। তবে একথাও তিনি জানিয়েছেন যে নিজের চেষ্টায় এবং প্রিয়জনেদের সাহায্যে সেই অন্ধকার জগৎ থেকে ধীরে ধীরে বেরিয়ে এসেছেন। বারবার সেই সময়ে যাঁরা তাঁর পাশে থেকেছেন তাঁদের ধন্যবাদ জানাতেও ভোলেন না তিনি। তাই তো এই ট্যাটুও তাঁর এত কাছের। নিজের এই চেষ্টা ও সাফল্যকে উদযাপন করেই অনিন্দ্যর চতুর্থ ট্যাটু। অভিনেতার পোস্টে অনুরাগীরা শুভেচ্ছাবার্তায় ভরিয়েছেন কমেন্ট সেকশন। 

আরও পড়ুন: আর দেখা যাবে না রাহুল-রুকমা জুটি! 'দেশের মাটি' শেষ হওয়ার খবরে মনখারাপ অনুরাগীদের