কলকাতা: প্রেম নয়, তাঁদের মধ্যে শুধুই বন্ধুত্ব রয়েছে। এই কথা সংবাদ মাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, সব জায়গাতেই বহুবার বলেছেন তাঁরা। কিন্তু অনুরাগীদের চোখে তাঁরা 'জুটি'। আর সেই 'জুটি' যেন তৈরি করে দিয়েছে ইন্ডিয়ান আইডল এর মঞ্চ। পবনদীপ রাজন ও অরুণিতা কাঞ্জিলাল। একজন 'ইন্ডিয়ান আইডল'-এর বিজেতা ও অন্যজন দ্বিতীয় স্থানাধিকারী। সঙ্গীতের লড়াই শেষ হয়ে গেলেও, একের পর এক নতুন গান শ্রোতাদের উপহার দিয়ে চলেছেন দুই সঙ্গীতশিল্পী। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁদের নতুন মিউজিক ভিডিও 'মনজুর দিল'-এর টিজার। আর সেখানেই, দর্শক ও শ্রোতাদের জন্য চমক রেখে গেলেন পবনদীপ-অরুণিতা।
অরুণিতা বাংলার মেয়ে। তাঁকে খ্যাতির আলো এনে দিয়েছে সুরের মঞ্চই। অন্যদিকে পবনদীপ উত্তরাখণ্ডের ছেলে। তাঁর সুরেলা কন্ঠে ভর করেই ২০২১ সালের 'ইন্ডিয়ান আইডল'-এর খেতাব জিতে নেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে অরুণিতা ও পবনদীপের নতুন মিউজিক ভিডিও 'মনজুর দিল'-এর টিজার। বলা বাহুল্য, এটিই তাঁদের প্রথম মিউজিক ভিডিও। এর আগে 'তেরে বগের তেরে উমিদ' এবং 'ও সাঁইয়া'-র মত ডুয়েট শ্রোতাদের উপহার দিয়েছেন তারা। তবে প্রেমের গানে এই প্রথম অন ক্যামেরা রোম্যান্স করতে দেখা গেল 'অরুদীপ' -কে। টিজারে দেখা যাচ্ছে, হাঁটু গেড়ে বসে আংটি দিয়ে অরুণিতার কাছে প্রেম নিবেদন করছেন পবনদীপ। তাঁর সঙ্গে চিরজীবন একসঙ্গে থাকার কথা দিচ্ছেন অরুণিতাও। এই ভিডিও দেখে অনুরাগীদের একাংশের প্রশ্ন, ভিডিওর মত সত্যিই কী বাগদান সেরে ফেললেন এই জুটি? এ নিয়ে অবশ্য মুখ খোলেননি অরুণিতা বা পবনদীপ কেউই। তবে ২৫ সেকেণ্ডের টিজার জুড়ে মন করেছেন অরুণিতা ও পবনদীপের জমাটি রসায়ন। আজই অনলাইনে মুক্তি পাওয়ার কথা পবনদীপ, অরুণিতার 'মনজুর দিল'।
অনুরাগীদের মধ্যে তাঁদের রসায়ন নিয়ে তরজা তুঙ্গে। তবে এই প্রসঙ্গে এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে অরুণিতা বলেছিলেন, 'আমরা ২ জন প্রচুর ডুয়েট গেয়েছি আইডলে। মানুষ সেটাকে ভালোবেসেছেন। মানুষের ভালো লেগেছে তাই তাঁরা এটা বলেন। আমি এগুলো নিয়ে খুব একটা ভাবি না।' তবে পবনদীপ বিজেতা হওয়ায় খুশি হয়েছিলেন অরুণিতা। এবিপি লাইভকে বলেছিলেন, 'আমরা যারা সেরা ১৫ জন ছিলাম, তাদের সবার মধ্যেই ভীষণ ভালো বন্ধুত্ব। আমি যেখানে থাকি, বনগাঁতে, এখানে আমার খুব কম বন্ধু আছে। ইন্ডিয়ান আইডলে গিয়ে এত বন্ধু পেয়ে যাওয়া.. প্রত্যেকেই এতটা পাশে থেকেছে.. কোনও একজনকে আমি প্রিয় বন্ধু বলতেই পারব না। আমি কেন, কেউই বলতে পারবে না। কখনও মনে হয়নি, আমরা একে অপরের প্রতিযোগী। সবাই গানটাকে ভালোবেসেই কাজ করতাম। পবনদীপের সঙ্গেই আমি সবচেয়ে বেশি ডুয়েট গেয়েছি। আর সেরা ৬ জন যারা ছিল, প্রত্য়েকে যোগ্য প্রতিযোগী। পবনদীপ জয়ী হয়েছে তাতে আমরা সবাই ভীষণ খুশি। তবে, অন্য কেউ জিতলেও হলেও কিন্তু খুশিই হতাম।'