মুম্বই: প্রয়াত টেলিভিশন অভিনেতা আশিস রায়। 'শশুরাল সিমার কা' থেকে খ্যাতি অর্জন করেছিলেন তিনি। বয়স হয়েছিল ৫৫ বছর। দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। চলছিল ডায়ালিসিলও। সোমবার রাত সাড়ে ৩ টে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।
টিভি শো, সিরিয়াল এবং সিনেমায় অত্য়ন্ত পরিচিত মুখ ছিলেন আশিস। ‘বনেগি আপনি বাত’, ‘রিমিক্স’,’কুছ রঙ্গ পেয়ারকে অ্যাসে ভি’ সহ নানা সিরিয়াল ও সিনেমায় অভিনয় করেছেন। লম্বা অভিনয় জীবনে পেয়েছেন দর্শকদের ভালবাসা।
অভিনেতার ঘনিষ্ঠ মহলের সূত্রের খবর, গত কয়েক বছর ধরেই শারীরিক অসুস্থতা ছিল তাঁর। বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সোমবার ডায়ালিসিস করতে গিয়েছিলেন তিনি। আশিসের বাড়ির কর্মচারী জানান, মে মাসে হাসপাতালে ভর্তি হন একবার। সুস্থ হয়ে বাড়িও ফিরে আসেন। সোমবার হঠাৎ করেই রাতে অবস্থার অবনতি হয়। মাঝরাতে বাড়িতে মৃত্যু হয় তাঁর।
কিডনি বিকল হয়ে প্রয়াত টেলিভিশন অভিনেতা আশিস রায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Nov 2020 08:42 PM (IST)
অভিনেতার ঘনিষ্ঠ মহলের সূত্রের খবর, গত কয়েক বছর ধরেই শারীরিক অসুস্থতা ছিল তাঁর।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -