কলকাতা: প্রায় বছর পাঁচেক পরে এবার পুজোয় তিনি কলকাতায় থাকবেন। এবারের পুজোটা তাই বেশ অন্যরকম। অন্যরকম তো বটেই.. এবার মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল নামলেও, কলকাতা জুড়ে চলছে প্রতিবাদ। আরজি কর কাণ্ডের প্রতিবাদের মতো অভিনব ছবি আগে কখনও দেখেনি কলকাতা। কলকাতার মনে যেন এক বিষাদ ছড়িয়ে রয়েছে। সেই বিষাদের ছোঁয়া যেন তাঁর মনেও, সেই কারণেই এবার পুজোয় ঘুরতে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন তিনি। কাজের ব্যস্ততার পাশাপাশি, এবার পুজো কেমন কাটবে অভিনেতা পরিচালক সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)-র? খোঁজ নিল এবিপি লাইভ বাংলা (ABP Live Bangla)। 


প্রত্যেক বছরই পুজোয় কলকাতার বাইরে থাকেন তিনি। তবে এই বছর এক্কেবারে আলাদা। সৌরভ চক্রবর্তী বলছেন, 'এবার যা পরিস্থিতি, তাতে পুজোর আমেজটাই আসছে না। প্রত্যেক বছর পুজোয় আমি কোথাও না কোথাও ঘুরতে যাই। তবে এই বছর কোনও পরিকল্পনা নেই। মন ভাল থাকলে নিদেনপক্ষে দার্জিলিং যেতাম। সেটাও এবার ভাল লাগছে না। সপ্তমী পর্যন্ত আমার শ্যুটিংয়ের কাজ রয়েছে। ১০০ দিনের একটি সিরিজের কাজ চলছে, সেটা নিয়ে ব্যস্ত রয়েছি আপাতত। আমার যখন ছুটি হবে, পুজো মধ্যগগনে। তাই এবারের পুজোটা কাটবে কলকাতাতেই। প্রায় বছর পাঁচেক পরে।'


পুজোয় কী বিশেষ কোনও পরিকল্পনা রয়েছে সৌরভের? অভিনেতা পরিচালক বলছেন, 'তেমন মেজাজ নেই। কলকাতাতেই থাকব। একদিন হয়তো মাকে নিয়ে কোথাও একটা খেতে যাব। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করার ইচ্ছা রয়েছে। তবে এখনও পরিকল্পনা হয়নি। খুব মনে পড়ে ছোটবেলার পুজোগুলো। তখন এত চিন্তা ছিল না। বাবার হাত ধরে ঘুরতাম। অবাক হবে রাস্তার ইমারৎ দেখতাম। মনে পড়ে ছোটবেলায় ভীষণ মেলায় ঘুরতে ভালবাসতাম। এখন সেই সমস্ত দিনগুলো খুব মনে পড়ে। এবার পুজোয় চেষ্টা করব সুযোগ পেলে সেই ছোটবেলার দিনগুলো ফেরত পেতে। কলকাতার পুজো দেখা হয় না অনেক বছর। ছোটবেলায় মনে আছে, এই সময়ে আবহাওয়া বদলে যেত। হাওয়ায় একটা ঠাণ্ডা আমেজ মনে করিয়ে দিত পুজো আসছে। এখন সেই সমস্ত দিনগুলো খুব মনে পড়ে।'


আরজি কর কাণ্ড গভীরভাবে প্রভাব ফেলেছে প্রত্যেকটা মানুষের মনে। সেই তালিকা থেকে বাদ নন সৌরভও। বলছেন, 'সমাজকে বদলানোর চাবিকাঠি তো মানুষের হাতেই রয়েছে। এখন তো আমরা বড্ড একলার কথা ভাবি। একা বাঁচি। তবে এই একটা যোগসূত্রে যেন আমরা সবাই জুড়ে গেলাম। একটা ইতিহাসের সাক্ষী হলাম আমরা। আমার শহরকে জেগে উঠতে দেখলাম। যদি আরজি করের নির্যাতিতা সুবিচার পায়, তবেই একমাত্র শান্তি হবে আমাদের সবার'। 


আরও পড়ুন: Paoli Dam: আমি শিল্পী.. অভিনয়ের মাধ্যমেই নারীশক্তির কথা বলব, প্রতিবাদ করব: পাওলি দাম


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।