গ্বালিয়র: দর্শকদের মাঝে হারিয়ে গেল বল। লম্বা ছক্কা হাঁকিয়ে জয় সুনিশ্চিত করল ভারত। এমন ছবি আগেও দেখেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। গ্বালিয়রেও এমন ভঙ্গিমাতেই ভারতের জয় সুনিশ্চিত করলেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। সঙ্গে সঙ্গেই তৈরি হল ইতিহাসও।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে (IND vs BAN 1st T20I) ৪৯ বল ও সাত উইকেট হাতে রেখেই বাংলাদেশকে হারাল টিম ইন্ডিয়া। বলের নিরিখে এটা বিশ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বড় জয়। ভারতের হয়ে সর্বাধিক ৩৯ রান করে অপরাজিত রইলেন হার্দিক। তাঁর ইনিংস এল মাত্র ১৬ বলে। অভিষেক নীতীশ রেড্ডির সংগ্রহ ১৫। তিনিও অপরাজিত রইলেন। হার্দিকের পাশাপাশি আগ্রসী ইনিংসে নজর কাড়েন সঞ্জু স্যামসন ও অধিনায়ক সূর্যকুমার যাদবও (SuryaKumar Yadav)। উভয়েরই সংগ্রহ ২৯ রান।
১২৭ রান তাড়া করতে নেমে ভারতীয় দল অভিষেক শর্মার দৌলতে শুরুটা বেশ আগ্রাসী মেজাজেই করেছিলেন। তাঁর নতুন ওপেনিং পার্টনার স্যামসন খানিক দেখেশুনে এগোচ্ছিলেন। তবে ছোট্ট বোঝাপড়ার ভুলেই রান আউট হয়ে ১৬ রানে ফিরতে হয় অভিষেককে। তবে স্যামসন ও সূর্যকুমার দুরন্ত ছন্দে ছিলেন। তাঁদের দৌলতেই তড়তড়িয়ে এগিয়ে যায় ভারতীয় ইনিংস। দুইজনে ৪০ রান যোগ করেন। তবে স্যামসন বা সূর্যকুমার, কেউই ম্যাচটা শেষ করে যেতে পারেননি। হার্দিক নিজের কাঁধেই সেই দায়িত্ব তুলে নেন।
চার মেরেই নিজের ইনিংস শুরু করেন তিনি। গোটা ইনিংস জুড়ে বোলারদের থিতুই হতে দেননি হার্দিক। তাঁর আগ্রাসী ব্যাটিং এবং নীতীশের পরিপক্ক ইনিংস ভারতের জয় সুনিশ্চিত করে। তবে জয়ের ভিতটা গড়েছিলেন ভারতীয় বোলাররা।
ম্যাচে টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। তাঁর সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে ম্যাচের প্রথম ওভারেই সাফল্য পান অর্শদীপ সিংহ। লিটন দাসকে চার রানে ফেরত পাঠান সাজঘরে। নিজের দ্বিতীয় ওভারে আরেক ওপেনার পারভেজ ঈমনকেও আউট করেন অর্শদীপই। ময়ঙ্ক যাদব বল হাতে তুলে নিয়েই নজর কাড়েন। প্রথম ওভারে সাফল্য না পেলেও, মেডেন নেন তিনি। পরের ওভারে মেলে মাহমাদুল্লাহের উইকেটও।
বরুণ চক্রবর্তীর দাপটে বাংলাদেশ মিডল অর্ডারের কেউই এদিন বড় রান পাননি। অধিনায়ক শান্ত বেশ লড়ছিলেন। তবে তিনিও মাত্র ২৭ রানে ওয়াশিংটনের বলে সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। শেষের দিকে মেহেদি হাসান মিরাজ ৩৫ রানের ইনিংস না খেললে বাংলাদেশের হয়তো শতরানের গণ্ডি পার করাও চাপ হত। কোনওক্রমে ১২৭ রান তোলে ওপার বাংলার দল। সেই রান যে জয়ের জন্য যথেষ্ট ছিল না, তা বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: হার্দিকের বদলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হবেন তিনি? নিজেই জবাব দিলেন সূর্যকুমার যাদব