মুম্বই: প্রয়াত গুফি পেন্টাল (Gufi Paintal Passed Away)। 'মহাভারত' (Mahabharat) ধারাবাহিকের শকুনি মামার (Shakuni Mama) চরিত্রে অভিনয় করে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন তিনি। বর্ষীয়ান অভিনতা ভর্তি ছিলেন মুম্বইয়ের হাসপাতালে (Mumbai Hospital)। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর ভাইপো হিতেন পেন্টাল (Hiten Paintal) মৃত্যুর খবর নিশ্চিত করেন। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন অভিনেতা।                                   


প্রয়াত গুফি পেন্টাল


দিন দশেক আগে হাসপাতালে ভর্তি করা হয় গুফি পেন্টালকে। তাঁকে চিকিৎসার জন্য প্রথম থেকেই ICU-তে রাখা হয়েছিল। হৃদযন্ত্র ও কিডনি জনিত সমস্যার সঙ্গে লড়াই করছিলেন তিনি। অবস্থার খানিক উন্নতি যদিও হয় তাঁর, এবং সেই দেখে পরিবারের সদস্যরা আশায় বুক বাঁধছিলেন। কিন্তু সোমবার সকালে এল দুঃসংবাদ। আজ সকালে ৯টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত সপ্তাহে অন্ধেরির বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় গুফি পেন্টালকে।                                 


একাধিক সূত্র মারফত খবর, বেশ কিছুদিন ধরেই স্বাস্থ্যের অবনতি ঘটছিল গুফি পেন্টালের। কিন্তু গত ৩১ মে, অবস্থার অবনতি হয় তাঁর।               


ইনস্টাগ্রামে টিনা ঘাই প্রবীণ অভিনেতার স্বাস্থ্য সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে পোস্ট করেন। অনুরাগীদের কাছে অনুরোধ করেন তাঁরা যেন গুফি পেন্টালের দ্রুত আরোগ্যর জন্য প্রার্থনা করেন। তিনি লেখেন, 'যেমন যন্ত্রণার সময় হয়, তেমনই সবসময়ই সেরে ওঠারও আশা থাকে। বন্ধুরা প্রার্থনা করতে থাকো। মিরাকেল হয়।'


আরও পড়ুন: World Environment Day: 'এনসাইক্লোপিডিয়া অফ ফরেস্টস', পেয়েছেন পদ্ম পুরস্কার, বিশ্ব পরিবেশ দিবসে ফিরে দেখা তুলসী গৌড়ার অসামান্য কীর্তি


গুফি পেন্টাল কেবলমাত্র প্রতিভাবান অভিনেতা ছিলেন তাইই নয়, তিনি একজন পরিচালকও ছিলেন। তাঁর মহাকাব্যিক টিভি সিরিজ 'মহাভারত' প্রথম ব্রডকাস্ট হয় আশির দশকের শেষের দিকে। তাঁর অন্যান্য কাজের মধ্যে 'রফু চক্কর', 'দেশ পরদেশ', 'দিললগি', 'ময়দান এ জঙ্গ', 'দাওয়া' অত্যন্ত জনপ্রিয়।                                  


আজ বিকেল ৪টে নাগাদ গুফি পেন্টালের শেষকৃত্য সম্পন্ন হবে।