মুম্বই: অকালে মারা গেলেন বলিউড অভিনেতা ইন্দ্র কুমার। সলমন খানের সঙ্গে ওয়ান্টেড সহ বেশ কয়েকটি ছবিতে দেখা গিয়েছে তাঁকে।

আন্ধেরির ফোর বাংলোজ এলাকার বাড়িতে গতকাল রাত সাড়ে বারোটা নাগাদ ইন্দ্র কুমারের বিরাট হার্ট অ্যাটাক হয়। বয়স হয়েছিল ৪৪। আজ ইয়ারি রোডের শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

সলমনের সঙ্গে বেশ কয়েকটি ছবি করেন ইন্দ্র কুমার। ওয়ান্টেড ছাড়াও দেখা গিয়েছে কহি পেয়ার না হো জায়ে, তুমকো না ভুল পায়েঙ্গে ছবিতে। কিঁউকি সাস ভি কভি বহু থি-তে অল্পদিন মিহির ভিরানির চরিত্রেও অভিনয় করেন তিনি।

রবিনা ট্যান্ডনের সঙ্গে ১৯৯৬-এ খিলাড়িয়োঁ কা খিলাড়ি ছবিতে কাজ করেন ইন্দ্র কুমার। তাঁর মৃত্যুর খবরে রবিনা টুইটারে শোকপ্রকাশ করেছেন।



এই মুহূর্তে তিনি কাজ করছিলেন ফাটি পড়ি হ্যায় ইয়ার নামে একটি ছবিতে।

তবে ২০১৪ সালে ভুল কারণে শিরোনামে আসেন এই অভিনেতা। এক মডেল অভিযোগ করেন, সিনেমায় কাজ পাইয়ে দেওয়ার ছুতোয় তাঁকে ধর্ষণ করেছেন তিনি।