দেখুন: অদ্ভূতভাবে রান আউট হলেন উপুল থরাঙ্গা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Jul 2017 12:20 PM (IST)
গল: গল টেস্টে প্রথম ইনিংসে ভারতের পাহাড় প্রমাণ ৬০০ রানের জবাবে ফলোঅনের মুখে শ্রীলঙ্কা। গতকালই পাঁচ উইকেট খুইয়েছিল শ্রীলঙ্কা। শুরু থেকেই উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু এরই মধ্যে উপুল থারাঙ্গা আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন। কিন্তু শেষপর্যন্ত তাঁর আউটেই সবচেয়ে বেশি ধাক্কা খায় শ্রীলঙ্কা। অদ্ভূতভাবে রান আউট হয়ে যান তিনি। ৬৪ রান করেন তিনি। খেলার দ্বিতীয় দিনে শ্রীলঙ্কার ইনিংসের ৩৪ তম ওভারে রবীন্দ্র জাদেদার শেষ বলে থরাঙ্গা সিলি পয়েন্টে পাঠিয়ে ক্রিজের বাইরে বেরোন থরাঙ্কা। অভিনব মুকুন্দ তত্পরতার সঙ্গে বল ধরে উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার হাতে ফেরত পাঠান। থরাঙ্গা ঝাঁপিয়ে পড়ে ক্রিজে ব্যাট ছুঁইয়ে দেন। কিন্তু ঋদ্ধি যখন স্ট্যাম্প ভাঙেন তখন থরাঙ্গার ব্যাট মাটি থেকে উঠে যায়। সে কারণে রান আউট হয়ে যান তিনি।