নয়াদিল্লি: আপাতত 'শেহজাদা' (Shehzada) ছবির শ্যুটিং করছেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্য়ান্ডল থেকেই সেই খবর নিজেই জানিয়েছিলেন অভিনেতা। শেয়ার করেন বেশ কিছু 'বিহাইন্ড দ্য সিনজ'ও। ছবিতে আরিয়ানের সঙ্গে একাধিক নৃত্যশিল্পীর সঙ্গে দেখা যায় কোরিওগ্রাফার গণেশ আচার্যকে (choreographer Ganesh Acharya)। পরনে চেক শার্ট, বাদামী প্যান্টে কার্তিক পোজ দিয়েছেন ক্যামেরায়। অন্যদিকে গণেশ আচার্যকে দেখা যায় বেইজ টি-শার্ট ও জিনসে।
গানের শ্যুটিংয়ে কার্তিক আরিয়ান
এদিন ছবি পোস্ট করে কার্তিক আরিয়ান লেখেন, 'মাস্টারজির সঙ্গে প্রথম গান। আসলে মাস্টার জি- জি মানে জিনিয়াস।'
সূত্রের খবর, 'শেহজাদা'র যে গানের শ্যুটিং চলছে সেখানে ২০০ জন নৃত্যশিল্পীকে দেখা যাবে। জানা যাচ্ছে, শ্যুটিং হচ্ছে হরিয়ানায়। এই গানের কোরিওগ্রাফির দায়িত্ব নিয়েছেন গণেশ আচার্য এবং এই গানেই প্রথম একসঙ্গে কার্তিক ও গণেশ কাজ করবেন।
রোহিত ধবন পরিচালিত 'শেহজাদা' ছবিতে কার্তিক আরিয়ানের বিপরীতে কৃতী শ্যাননকে দেখা যাবে। অ্যাকশন-ড্রামা ঘরানার এই ছবি আদতে ২০২০-এর তেলুগু হিট ছবি 'আলা বৈকুণ্ঠপুরমুলু'র ('Ala Vaikunthapurramuloo') রিমেক। ওই ছবিতে অল্লু অর্জুন ও পূজা হেগড়েকে (Allu Arjun and Pooja Hegde) অভিনয় করতে দেখা গিয়েছিল।
আরও পড়ুন: Shamshera: 'সম্রাট পৃথ্বীরাজ'-এর পথেই কি হাঁটছে 'শামশেরা'? কত টাকার ব্যবসা করল প্রথমদিন?
'শেহজাদা' ছবিতে কার্তিক-কৃতী ছাড়াও পরেশ রাওয়াল, মণিষা কৈরালা, রণিত রায় ও সচিন খেড়করকে দেখা যাবে। ১০ ফেব্রুয়ারি, ২০২৩ সালে মুক্তি পেতে পারে এই ছবি।