নয়াদিল্লি: করোনাভাইরাসের দাপট দেশে অব্যাহত থাকলেও ধীরে ধীরে কমছে আক্রান্তর সংখ্যা। টানা তিনদিন  দৈনিক আক্রান্তর সংখ্যা রয়েছে ৫০ হাজারের কম। কমল দৈনিক মৃত্যু সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ৪৫,৯৫১। মৃতের সংখ্যা ৮১৭। এর আগে সোমবার আক্রান্তর সংখ্যা ছিল ৪৬,১৪৮ ও মঙ্গলবার এই সংখ্যা ছিল ৩৭,৫৬৬। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৬০,৭২৯। অর্থাৎ, অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা কমেছে ১৫,৫৯৫।
সবমিলিয়ে দেশে করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৩ লক্ষ ৬২ হাজার ৮৪৮। সুস্থ হয়ে ওঠার সংখ্যা ২ কোটি ৯৪ লক্ষ ২৭ হাজার ৩৩০। অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ৫ লক্ষ ৩৭ হাজার ০৬৪। মোট মৃতের সংখ্যা ৩ লক্ষ ৯৮ হাজার ৪৫৪।
দেশে টানা ৪৮ দিন  করোনা আক্রান্তর সংখ্যা দৈনিক সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেশি থাকল। ২৯ জুন পর্যন্ত দেশে মোট ৩৩ কোটি ২৮ লক্ষ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। গতকাল করোনা নমুনা পরীক্ষার সংখ্যা ছিল ১৯ লক্ষ। পজিটিভিটি রেট ৩ শতাংশর বেশি।
দেশে করোনায় মৃত্যু হার ১.৩১ শতাংশ। রিকভারি রেট প্রায় ৯৭ শতাংশ। মোট আক্রান্তের সংখ্যার নিরিখে ভারত বিশ্বে দ্বিতীয় স্থানে। অন্যদিকে, আমেরিকা ও ব্রাজিলের পর বিশ্বে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ভারতে।
এদিকে, দিল্লিতে তিন দিন পর দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১০০ জনের বেশি হল। মঙ্গলবারের পরিসংখ্য়ান অনুযায়ী, দিল্লিতে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা সামান্য বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ১০১ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। তিনদিন পর দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ১০০-র বেশি হল। সোমবার দিল্লিতে দৈনিক আক্রান্তের সংখ্যা সাম্প্রতিক সময়ে সবচেয়ে কম হয়েছিল। ওই দিন দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল ৫৯।কিন্তু এর একদিন পরেই আক্রান্তর সংখ্যা ১০০-র বেশি হল। রবিবার দিল্লিতে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮৫, শনিবার এই সংখ্যা ছিল ৮৯। শুক্রবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১১৫।