নয়াদিল্লি: তারকা অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui) ও তাঁর স্ত্রী আলিয়ার (Alia) মধ্যে আইনি লড়াই চলছেই। এই আবহে এবার অভিনেতার বিরুদ্ধে মুখ খুললেন তাঁর ভাই শামাস নওয়াব সিদ্দিকি (Shamas Nawab Siddiqui)। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান যে কেন শামাস তাঁর অভিনেতা ভাইয়ের সঙ্গে কাজ করা বন্ধ করে দিয়েছেন।


নওয়াজের বিরুদ্ধে মুখ খুললেন তাঁর ভাই


সম্প্রতি এক সাক্ষাৎকারে, শামাস জানান তাঁদের দুই ভাইয়ের সম্পর্ক বিশেষ ভাল নয়। তিনি বলেন, 'আমি টিভিতে প্রচুর কাজ করেছি, এমনকী একটা দুটো শো পরিচালনাও করেছি। নওয়াজ এরপর ওঁর সঙ্গে কাজ করতে বলে আমাকে। ও বলে যে ওঁর নিজের লোকেদের চায়। ২০১৯ সালে আমার ছবি 'বোলে চুড়িয়া' মুক্তি পাওয়ার কথা ছিল। সত্যি কথা বলতে ওই ছবিতে আমি নওয়াজকে চাইনি। আমার মনে হয়েছিল যে যে আমাদের ব্যক্তিগত সমীকরণ বিপর্যস্ত হতে পারে বা আমরা দুজনেই একে অপরের উপস্থিতিতে ভাল করে পারফর্ম করতে পারব না। তবে প্রযোজক জোর দেন যেন নওয়াজকেই নেওয়া হয়। ছবিটার যখন এডিটিং ও খানিক কাজ বাকি তখন হঠাৎ নওয়াজ বলে যে এই ছবি সংক্রান্ত সমস্ত টাকা পয়সা না পেলে ও কাজ করবে না। আমি জানি না আমার সিনেমার সঙ্গেই এমন কেন করছিল নওয়াজ আর আমাকে কেন যে সাহায্য করছিল না। ছবির কাজ আচমকা বন্ধ হয়ে যায়। ওঁর জন্য আমি কতকিছু করেছিলাম। ৪৬ বছর বয়স পর্যন্ত আমার এমনকী ব্যক্তিগত জীবন বলেও কিছু ছিল না। আমাদের মধ্যে সমস্যা শুরু হয়।'


শামাসের দাবি, নওয়াজ তাঁর মেয়ের সঙ্গে নিজের পরিবারকে দেখা করতেও বারণ করে। 'ও যোগাযোগ রাখাই বন্ধ করে দেয়। নওয়াজ এমনকী ওঁর পরিবারকে বলে দেয় যাতে আমার মেয়ের সঙ্গেও দেখা না করে। ওঁরা শুধু নওয়াজের কথা শোনে তাইই নয়, আমাকে একটা ফোন পর্যন্ত করেনি।'


নওয়াজউদ্দিনের স্ত্রী আলিয়া সম্পর্কে শামাস বলেন, মহিলা হিসেবে অনেক সহ্য করেছেন আলিয়া। নওয়াজ এবং আলিয়ার দ্বিতীয় সন্তানকে তাঁর মায়ের অবৈধ বলার বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে, শামাস বলেন, যে তাঁর মা রাগের মাথায় এমন বলেছেন হয়তো। 'ও মানুষকে ছেড়ে চলে যায় - আলিয়া আর আমি তার দুটো উদাহরণ', নওয়াজ সম্পর্কে মন্তব্য শামাসের। 


আরও পড়ুন: Kunal Ganjawala: কুণাল গাঞ্জাওয়ালার হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ দুই বাঙালি শিল্পীর


২০০৯ সালে বিয়ে হয় নওয়াজউদ্দিন ও আলিয়ার। গত কয়েক মাস ধরে তাঁরা শিরোনামে। নওয়াজের বিরুদ্ধে একাধিক গার্হস্থ্য, ও ব্যক্তিগত হিংসার অভিযোগ এনেছেন আলিয়া। তাঁদের এক মেয়ে শোরা ও এক ছেলে ইয়ানি।