কর্ণাটক: সোশ্যাল মিডিয়ায় 'বিতর্কিত' পোস্ট (controversial post)। তার জেরেই অভিনেতা প্রকাশ রাজের (Prakash Raj) বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল কর্ণাটকের (Karnataka) বগলকোট জেলায়। অভিযোগ, অভিনেতা ভারতের 'চন্দ্রযান ৩' (Chandrayan 3) নিয়ে বিদ্রুপ করে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।
সোশ্যাল মিডিয়ায় 'বিতর্কিত' পোস্টের জের, থানায় অভিযোগ দায়ের প্রকাশ রাজের বিরুদ্ধে
মঙ্গলবার পুলিশের তরফে বলা হয়েছে যে, 'অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ভারতের 'চন্দ্রযান ৩' মিশন নিয়ে করা তাঁর পোস্টের ভিত্তিতে'। তাঁরা আরও বলেন, 'বগলকোট জেলার বানাহাট্টি পুলিশ স্টেশনে হিন্দু অর্গানাইজেশনের নেতারা অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এবং দ্রুত পদক্ষের নেওয়ার দাবি করেছেন।'
ঘটনার সূত্রপাত রবিবার। অভিনেতা প্রকাশ রাজ মাইক্রোব্লগিং সাইট 'এক্স'-এ তাঁর হ্যান্ডলে একজন মানুষের ক্যারিকেচার ছবি পোস্ট করেন যেখানে সেই ব্যক্তিকে শার্ট ও লুঙ্গি পরে চা ঢালতে দেখা যায়। পোস্ট হতেই সেটি ভাইরাল হয়ে যায়। গোটা ভারত যখন অতি উৎসাহে অপেক্ষায় 'চন্দ্রযান ৩'-এর সাফল্য দেখার জন্য, যে মিশনের সঙ্গে জড়িয়ে রয়েছে দেশবাসীর আবেগ, সেটা নিয়ে মজা মোটেই বরদাস্ত করেননি নেটিজেনরা। শুরু হয় অভিনেতার পোস্ট নিয়ে ট্রোলিং। আর সেই ট্রোলিংয়ের ঝাঁঝ এতটাই যে সোশ্যাল মিডিয়ায় একটি পাল্টা পোস্ট করতে হয় প্রকাশকে। আগের পোস্ট রিশেয়ার করে অভিনেতা সোমবার ফের লেখেন, 'যাদের ঘৃণা করার, তারা ঘৃণা করবেই। আমি নিছকই মজা করছিলাম। এই ছবিটা দিয়ে আমি আমাদের কেরালার চা-ওয়ালাকে উদযাপন করতে চেয়েছিলাম। যাঁরা ট্রোলিং করছেন তাঁরা কোন চা-ওয়ালাকে দেখতে পেলেন? যদি আপনি কোনও মজা বুঝতে না পারেন, তাহলে মজাটা আপনাকে নিয়েই করা হয়েছে। এবার একটু বড় হন।'
আরও পড়ুন: Sunny Deol: 'ভোটে লড়ে নয়, মানুষের সেবা করব ভাল ছবির মাধ্যমে', মন্তব্য সানি দেওলের
উল্লেখ্য, বুধবার বিকেল ৫টা বেজে ৪৫ মিনিটে চন্দ্রযান-৩ মহাকাশযানের চন্দ্রপৃষ্ঠে নামার প্রক্রিয়া শুরু হবে। সন্ধে ৬টা বেজে ৪ মিনিটে পালকের মতো চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রযান-৩। সবমিলিয়ে প্রায় ২০ মিনিটের মতো সময় বরাদ্দ করা হয়েছে। এই ২০ মিনিটকে রুদ্ধশ্বাস ক্রিকেট টি-২০ ম্যাচের সঙ্গে তুলনা করছেন বিজ্ঞানীরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন