শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা: ভোটের দুপুরে সৌজন্যের সাক্ষী রইল কোচবিহারের দিনহাটা। তৃণমূলের ক্যাম্প অফিসে বসে পান খেলেন দিনহাটার ফরওয়ার্ড ব্লক প্রার্থী আব্দুর রউফ।
আখের রসে চুমুক দিতে দিতে স্থানীয় তৃণমূল নেতার গলা জড়িয়ে বললেন চিয়ার্স। সৌজন্যমূলক সাক্ষাৎ দাবি বাম প্রার্থীর। খুশি সাহেবগঞ্জের স্থানীয় তৃণমূল নেতা কর্মীরাও।
উপ নির্বাচনে অশান্তি ঘিরে যখন উত্তপ্ত খড়দা, দিনহাটা, তখন ভোটের ভরদুপুরে ক্ষনিকের স্বস্তি দিল একটি ছবি। তৃণমূলের ক্যাম্প অফিসে বসে পান খেলেন কোচবিহারের দিনহাটার ফরওয়ার্ড ব্লক প্রার্থী আব্দুর রউফ।
আব্দুর রউফকে বলতে শোনা যাচ্ছে এখানে পিতৃসম মানুষ আছেন। এখানের নিয়ম আলাদা। তাঁদের সঙ্গে দেখা করব না? দোয়া করবেন।" কখনও পান খেলেন। কখনও আবার আখের রস হাতে স্থানীয় তৃণমূল নেতার গলা জড়িয়ে একসঙ্গে বলতে শোনা গেল চিয়ার্স।
আরও পড়ুন: খড়দায় 'আক্রান্ত' প্রাক্তন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য
তবে ভোটের ছবিটা সকালে এমন ছিল না। সকাল থেকে বুথে বুথে ঘুরে তৃণমূলের বিরুদ্ধে ভয় দেখানো, সন্ত্রাস এমনকি এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগে সরব হন ফরওয়ার্ড ব্লক প্রার্থী আব্দুর রউফ।
কিন্তু বেলা গড়াতেই, বদলে গেল ছবিটা। যাদের বিরুদ্ধে এত অভিযোগ, সেই তৃণমূলেরই ক্যাম্প অফিসে আচমকা হাজির হন তিনি। গলা জড়িয়ে শুভেচ্ছা বিনিময় থেকে আড্ডা, পান, আখের রস -- বাদ গেল না কিছুই।
দিনহাটার ফরওয়ার্ড ব্লক প্রার্থী আব্দুল রউফ বলেন, আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম, বয়স্ক লোক বসেছিল, আশীর্বাদ নিলাম, এলাকার পূর্ব পরিচিত, এখানে রাজনীতি নেই। স্রেফ সৌজন্যমূলক সাক্ষাৎ।
বিরোধী প্রার্থীর এহেন সৌজন্যে খুশি সাহেবগঞ্জের স্থানীয় তৃণমূল নেতা কর্মীরাও। মোজাজ্জর আহমেদ বললেন, খুবই ভালো বিষয়। উনি পাশের গ্রামেই থাকেন, খারাপ কিছু নয়। এটা সৌজন্যের পরিচয়।
আরও পড়ুন: আতঙ্কে ছেলেকে তালাবন্দি করে রাখলেন বিজেপি প্রার্থীর পোলিং এজেন্টের মা