কলকাতা: মা হলেন মধুবনী গোস্বামী, বাবা রাজা গোস্বামী। কোল আলো করে এল ছোট্ট রাজপুত্র। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করলেন 'খড়কুটো'-র অভিনেতা। 


'ভালোবাসা ডট কম' ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে প্রথম আলাপ, তারপর প্রেম। ১১ বছরের দাম্পত্যে কখনও ভাটা পড়েনি ভালোবাসায়। বরং পর্দার 'ওম-তোড়া'-র প্রেম আরও গভীর হয়েছে বাস্তব জীবনে।  ‘পূর্ণ গর্ভ’, ‘সাধ’ সমস্ত ছবিই নেটমাধ্যমে শেয়ার করেছিলেন মধুবনী। সেইসঙ্গে লিখেছিলেন বিভিন্ন অনুভূতির কথাও। মাতৃত্বের প্রতিটি ধাপ তারিয়ে তারিয়ে অনুভব করছিলেন মধুবনী। অনুরাগীরাও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁকে। আপাতত অভিনয় জগত থেকে কিছুটা দূরে রয়েছেন মধুবনী। নিজের বিউটি পার্লার খুলে শুরু করেছেন জীবনের নতুন অধ্যায়। অন্যদিকে জনপ্রিয় ধারাবাহিক খড়কুটো-তে অভিনয় করছেন রাজা গোস্বামী। তাঁর চরিত্রের নাম 'রূপাঞ্জন'।


অন্তস্বঃস্ত্বা হওয়ার খবরও নেটমাধ্যমেই জানিয়েছিলেন মধুবনী। কৃষ্ণের মূর্তির ছবি শেয়ার করে জানিয়েছিলেন, তিনি মা হতে চলেছেন। এর পরেও সোশ্যাল মিডিয়ায় একাধিকবার নিজের ছবির সঙ্গে কৃষ্ণের ছবি পোস্ট করেছেন মধুবনী। সেই কৃষ্ণই এলেন মধুবনীর কোলে। 




 


সম্প্রতি নিজেদের ভালোবাসার বর্ষপূর্তি উৎযাপন করেছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় নিজের ও মধুবনীর ছবি পোস্ট করে রাজা লিখেছিলেন, ‘গাড়ি বদলেছে। বাড়ি বদলেছে। সরকার বদলেছে। বদলায়নি শুধু প্রেম’। ভালবাসার কথা বলতেই পুরনো স্মৃতি ঝাঁপিয়ে পড়েছে। এখনও রাজার মনে হয়, এই তো সে দিনের ঘটনা! চোখ বন্ধ করলেই দেখতে পান, লাল মারুতিতে পাশাপাশি বসে তিনি আর মধুবনী। গাড়ি ছোট। কিন্তু জায়গার অভাব হয়নি কোনও দিন'।


৪ বছরের বিবাহবার্ষিকীতে নিজের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে একটি মজার ভিডিও পোস্ট করেছিলেন মধুবনী। সেখানে দেখা গিয়েছিল, একসঙ্গে হাত বাঁধা স্বামী-স্ত্রীর। আর ২ জনে পড়ে রয়েছেন অর্ধেক শার্টর এক হাত দিয়ে ২ জনের শার্টের বোতাম লাগাচ্ছেন তাঁরা। আর সেটা করতে গিয়েই ঝগড়া লাগছে ২ জনের মধ্যে। ভিডিওটি শেয়ার করে মধুবনী লিখেছিলেন, 'আমরা যখন একসঙ্গে শ্যুটিং করি আর আমাদের মত না মেলে, তখন আমরা এইভাবেই লড়াই করি।আর এটা সেই লড়াইয়ের ছোট্ট একটা ঝলক। আর, এই ভিডিওটার থেকে ভালো ৪ বছরের বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানানোর আর কোনও উপায় নেই। আমরা এভাবেই একে অপরকে চিরকাল ভালোবেসে যাই, সুস্থ থাকি, সব আশীর্বাদ একসঙ্গে ভাগ করে নিই।  শুভ ৪ বছরের বিবাহবার্ষিকী। তোমায় আরও ভালোবাসি।' এখানেই শেষ করেননি মধুবনী। ফের লেখেন, 'পরের বছর থেকে একসঙ্গে লড়াই কার শিক্ষা দেব আরও একজনকে।' সেই সঙ্গে অনেকগুলো শিশুর মুখের ইমোজিও পোস্ট করেন মধুবনী। সেটাই ছিল আগাম মাতৃত্বের ইঙ্গিত।