নয়াদিল্লি: এক ব্যবসায়ীর কাছ থেকে নেওয়া পাঁচ কোটি টাকা ঋণ শোধ না করায় অভিনেতা রাজপাল যাদবের তিন মাসের বিনা শ্রমের কারাদণ্ডের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। আদালতের এই রায়ের পরেই অভিনেতাকে হেফাজতে নেয় পুলিশ। তাঁকে তিহাড় জেলে পাঠানো হয়েছে।


২০১০ সালে ‘আতা পাতা লাপাতা’ ছবির জন্য ঋণ নেন রাজপাল ও তাঁর স্ত্রী রাধা। কিন্তু সেই ঋণ শোধ করতে পারেননি তাঁরা। সেই কারণে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই মামলাতেই কারাদণ্ড হল রাজপালের।



এই প্রথম নয়, এর আগেও কারাদণ্ড হয়েছে এই অভিনেতার। এ বছরের এপ্রিলে চেক বাউন্স মামলায় তাঁর ৬ মাসের কারাদণ্ডের রায় দেয় দিল্লির একটি আদালত। সেই রায়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছেন রাজপাল। ফের সাজা পেলেন তিনি।