কলকাতা: ২৪ বছর পূর্ণ করলেন অভিনেত্রী সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (Surangana Bandyopadhyay)। আজ তাঁর জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় ভরিয়ে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীর বন্ধু - পরিবার ও অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করে শুভেচ্ছা জানালেন অভিনেতা ঋদ্ধি সেন (Riddhi Sen)। লিখলেন আবেগঘন ক্যাপশন।
সোশ্যাল মিডিয়ায় বার্থডে গার্ল সুরঙ্গনার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন ঋদ্ধি সেন। ক্যাপশনে অভিনেত্রীর উদ্দেশে লিখলেন খোলা চিঠি। 'আজকের দিনটা বলছে পৃথিবীতে এই অতিথির ২৪ বছর হলো, তার মধ্যে আমার এই অতিথিকে চেনা মাত্র আট বছর, কিন্তু এই বিশেষ দিনটায় কিছু লিখতে গেলেই দেখি কথা হারিয়ে যায় , কারণ তোর বন্ধু হবার পর , এই আট বছরে বুঝেছি জন্মদিন বছরের বা মাসের বা সপ্তার যেকোনো দিন আসতে পারে, মানুষ বদলায় প্রতিদিন , প্রতিমুহূর্তে, কিছু বদল ভালোর দিকে , কিছু আবার খারাপের ঘরে, কিন্তু বন্ধুত্বের সাদা পাতার রাগ , দুঃখ ,অভিমান, ভালোবাসার , বিভিন্ন রংগুলোর মধ্যে দিয়ে চিনে নেওয়া যায় নিজেকে , বন্ধুর তুলির সাহায্যে। তাই প্রত্যেকবার নিজেকে আরেকবার খুঁজে পাওয়ার সময়গুলো হয়ে দাঁড়ায় জন্মদিন, তাই তোর সাথে বন্ধুত্ব হওয়ার পর আমার জন্মদিন এসেছে বছরে বহুবার। তাই আজকের নির্দিষ্ট দিনটায় কিছু লিখতে কথা গেলে ফুরিয়ে যায়, কারণ ‘কতোটা ভালোবাসি’ সেটা বলতে ইচ্ছে করে রোজ, মাঝে মাঝেই অবাক লাগে , আমি এমন একজন বন্ধু পেলাম কি করে? তাই ভালোবাসা , অবাক লাগা, মুগ্ধতা , সব কিছু একদিনে কি বলা যায়? তাই অনেক কিছু বলবো ভেবে শেষমেশ চুপ করে গেলাম। কারণ ‘কথা’ যে Paul Simon’এর ‘silent raindrops’এর মতোও হতে পারে সেটাও চিনতে শেখা তোর জন্যই। আর দশ বছর বা কুড়ি বছরে চারপাশটা কতটা সুস্থ আর বাসযোগ্য থাকবে জানিনা, কিন্তু এই বন্ধুত্তটা থেকে যাবে জানি, থেকে যাবো আমরা, as Mike Flanagan wrote in Midnight Mass , “ we won’t be self or memory, but energy, and just by remembering, we’ll be returning , like a drop of water falling back into the ocean , of which it’s always been a part “. এই বেড়ে চলা cosplay’র জগতে কজন নিজস্বতা ধরে রাখতে পারে জানিনা, তুই পারিস। So I am thankful to 18th November , 1997 for inviting this guest to earth , শুভ জন্মদিন।' (অপরিবর্তিত)
ঋদ্ধির পোস্টে একাধিক তারকাও শুভেচ্ছা জানিয়েছেন সুরঙ্গনাকে। অন্যদিকে অপর একটি পোস্টে বন্ধুকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়ও (Rwitobroto Mukherjee)। তিনি লিখেছেন, 'জন্মদিনের ভালোবাসা বন্ধু!'
আরও পড়ুন: Neha Kakkar Update: মা হতে চলেছেন নেহা কক্কর? অবশেষে সত্যিটা খোলসা করলেন গায়িকার স্বামী