নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ার বাড়বাড়ন্তের যুগে অনেক সময়েই একাধিক তারকা মৃত্যুর ভুয়ো সংবাদ রটিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে (fake news)। এবার সেই ফাঁদের শিকার অভিনেতা শ্রেয়স তলপড়ে (Shreyas Talpade Fake Death News)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়, যেখানে দাবি করা হয় যে অভিনেতা মৃত। দাবানলের মতো ছড়িয়ে পড়ে সেই পোস্ট। যদিও সেই খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে শ্রেয়স নিজেই জানালেন যে তিনি জীবন্ত, আনন্দিত ও স্বাস্থ্যবান রয়েছেন। (Bollywood News)


শ্রেয়স তলপড়ের মৃত্যুর ভুয়ো খবর! গুজব ওড়ালেন অভিনেতা নিজেই


সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেল, মৃত্যু হয়েছে অভিনেতা শ্রেয়স তলপড়ের। নিজের মৃত্যুর খবর নিজেই ওড়ালেন অভিনেতা। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা পোস্ট করলেন তিনি। ট্রোলারদের সপাট জবাব দিলেন, জানালেন যে তাঁদের এই কৌতুক অভিনেতা ও তাঁর ঘনিষ্ঠদের আঘাত দিয়েছে। 


মৃত্যু গুঞ্জনের প্রতি হতাশা প্রকাশ করে অভিনেতা লেখেন, 'প্রিয়, আমি নিশ্চিত করতে চাই সকলের কাছে যে আমি জীবিত, আনন্দিত ও স্বাস্থ্যবান আছি। আমি মৃত এই দাবি করে যে ভাইরাল পোস্ট হয়েছে সেই ব্যাপারে আমি অবগত।' তিনি আরও বলেন, 'যদিও আমি বুঝি যে হাস্যরসের নিজস্ব জায়গা আছে, কিন্তু যখন এটির অপব্যবহার করা হয়, তা কারও প্রকৃত ক্ষতির কারণ হতে পারে। কারও মজা হিসেবে যেটা শুরু হয়েছিল, সেটা এখন অযাচিত সমস্যা তৈরি করছে এবং আমাকে নিয়ে যাঁরা চিন্তা করেন বিশেষত আমার পরিবারের আবেগ নিয়ে খেলছে।'


শ্রেয়স তলপড়ে এরপর দেখা যাবে কঙ্গনা রানাউতের 'এমার্জেন্সি' ছবিতে। মুম্বইয়ে এই ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তিনি। অভিনেতা পোস্টে উল্লেখ করেছেন যে তাঁর মৃত্যুর এই ভুয়ো খবর তাঁর মেয়ের ওপর খারাপ প্রভাব ফেলছে। ২০২৩ সালে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন শ্রেয়স। তিনি পোস্টে লেখেন, 'আমার ছোট্ট মেয়ে, যে রোজ স্কুল যায়, সে আমার স্বাস্থ্য নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন এবং বারবার আমাকে জিজ্ঞেস করে নিশ্চিত হতে চাইছে যে আমি সুস্থ কি না। এই মিথ্যা খবর কেবলমাত্র ওর ভয়কে আরও গভীরে পৌঁছে দিয়েছে, যা ওকে ওর বন্ধুবান্ধব ও শিক্ষক-শিক্ষিকাদের প্রশ্নের জবাবের মুখোমুখি হতে বাধ্য করছে, যা এমন আবেগ জাগিয়ে তুলছে যেগুলো পরিবার হিসেবে আমরা সামাল দেওয়ার চেষ্টায় আছি।'


 






আরও পড়ুন: RG Kar News: আরজি কর কাণ্ডে 'নীরব' অনির্বাণ! 'সেলিব্রিটি দিয়ে আন্দোলন হয় না', অভিনেতার পাশে দেবালয়


এই খবর এখনও যাঁরা ছড়াচ্ছেন তাঁদের থামতে অনুরোধ অভিনেতার। অন্তত অভিনেতার নিজের পরিবারের ওপর এর প্রভাব চিন্তা করে থামার আর্জি শ্রেয়সের। মজার আড়ালে মানুষের আবেগ নিয়ে খেলার অভিযোগ করছেন অভিনেতা। 'পোস্টে লাইক-এনগেজমেন্টের জন্য' এই সমস্ত কীর্তি করতে স্পষ্ট মানা অভিনেতার। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।