চণ্ডীগড় : রিল লাইফের ভিলেন রিয়েল লাইফে হিরো। গত লকডাউনে নিজের জাত চিনিয়ে দেশে হিরোর স্যালুট পাচ্ছেন তিনি। মিলছে আশীর্বাদ। খ্যাতির চূড়োয় থেকে সাধারণ মানুষকে ভুলে যাননি। পাশে থেকেছেন। পাশে থাকছেন। সোনু সুদ। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে গতবার যেভাবে সামনে এসে দাঁড়িয়েছিলেন, তা ভুলবে না কেউ। সেই সোনু সুদকে এবার অন্যভাবে সম্মান জানাল পঞ্জাব সরকার। সে রাজ্যের করোনা ভ্যাকসিন কর্মসূচির ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হল তাঁকে। আজ থেকে। মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং একথা জানান। 


সোনু সুদকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা নিয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন, মানুষকে ভ্যাকসিন নিতে অনুপ্রাণিত ও উৎসাহিত করতে সোনু সুদের থেকে উপযুক্ত আর কে। পঞ্জাবের মানুষের মধ্যে অনেক দ্বিধা আছে। সোনু সুদের জনপ্রিয়তা, প্যানডেমিকের সময় হাজার পরিযায়ী শ্রমিককে বাড়ি ফেরাতে তাঁর অদম্য প্রচেষ্টা, সেই দ্বিধা কাটাতে সাহায্য করবে।  


তিনি আরও বলেন, যখন মানুষ শুনবে পঞ্জাব 'দা পুত্তর' ভ্যাকসিনের উপকারিতা নিয়ে কথা বলছে, বলছে ভ্যাকসিন কতটা নিরাপদ এবং প্রয়োজনীয়, তারা তা বিশ্বাস করবে। কারণ মানুষ সোনুকে বিশ্বাস করে। 


আর যাঁর মাথায় এই সম্মান সেই সোনু সুদ বললেন তিনি সম্মানিত এই ধরনের কাজ তাঁর ওপর ন্যস্ত হওয়ায়। বলেন, মানুষের জীবন সুরক্ষিত রাখতে পঞ্জাব সরকারের এই সুবিশাল কর্মসূচিতে অংশ হতে পেরে তিনি ধন্য। 


 বৈঠকে সোনু সুদ তাঁর বই 'I am no Messiah'মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন। বলেন, 'আমি বিশ্বাস করি আমি কোনও ত্রাতা নই। আমি একজন সাধারণ মানুষ যে ঈশ্বরের বড় একটা পরিকল্পনার নিজের অংশটুকু পালন করছে। কাজ করতে গিয়ে কোনওভাবে কাউকে যদি স্পর্শ করে যেতে পারি - আমি শুধু বলব, ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছেন। তিনি আমার কর্তব্যপালনে আমায় রাস্তা দেখাচ্ছেন।'


গত সাত এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসে ভ্যাকসিন নেন সোনু সুদ। দেশবাসীর কাছে আবেদন করেন, নিজেদের সুরক্ষিত রাখতে যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন নেওয়া দরকার। ভ্যাকসিন সম্পর্কে মানসিক দোলাচল দূর করার আবেদনও তিনি জানান।