মুম্বই: বলিউডের কুইন নায়িকা কঙ্গনা রানাউত মাঝেমধ্যেই খবরের শিরোনামে উঠে আসেন। সুশান্ত সিংহ রাজপুতের দুর্ভাগ্যজনক মৃত্যুর পর বলিউডে স্বজনপোষণ সংক্রান্ত বিতর্ক উস্কে দেন তিনি।সেই সঙ্গে মহারাষ্ট্র সরকারের সঙ্গে তাঁর সংঘাতও চরম পর্যায়ে পৌঁছেছে। গত বছরই মুক্তি পেয়েছিল কঙ্গনার সিনেমা ‘মণিকর্নিকা’। এই সিনেমায় অভিনয়ের কথা ছিল সোনু সুদের। শ্যুটিংও শুরু করে দিয়েছিলেন। কিন্তু মাঝপথেই সিনেমা ছাড়তে হয় তাঁকে। এবার এর কারণ নিয়ে মুখ খুললেন সোনু। তিনি বলেছেন, কঙ্গনা সিনেমায় তাঁর ৮০ শতাংশ দৃশ্যই ছেঁটে ফেলেছিলেন।
উল্লেখ্য, কঙ্গনার মতোই তাঁর মণিকর্নিকা সিনেমা ঘিরেও বেশ বিতর্ক দানা বেঁধেছিল। প্রথমেই পরিচালক কৃষ মাঝপথে সরে যান। এরপর কঙ্গনা সিনেমার পরিচালনার ভার নিজের কাঁধে তুলে নেন। এরপর সোনুও মাঝপথে সিনেমা ছেড়ে চলে যান।
এখন এই সিনেমা সম্পর্কে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি কঙ্গনাকে আঘাত দিতে চাই না। ও বেশ কিছু দিন আমার ভালো বন্ধু ছিল। কিন্তু আমি যদি ওই সিনেমার ব্যাপারে কথা বলি, তাহলে আমরা বেশ কিছু অংশ শ্যুটিং করে ফেলেছিলাম। আমি পরিচালককে জিজ্ঞাসা করেছিলাম, আমাকে আর শ্যুটিং করতে হবে কিনা। এর জবাবে পরিচালক বলেন, তিনি আর এই সিনেমার অংশ নন। এমনই মেল পেয়েছেন তিনি। এ ব্যাপারে কঙ্গনাকে জিজ্ঞাসা করলে বলে, এখন ও এই সিনেমার পরিচালনা করবে। কঙ্গনা আমার সহায়তাও চেয়েছিল।আমি বলেছিলাম, সাহায্য অবশ্যই করব। কিন্তু পরিচালককে ফিরিয়ে আনতে হবে। কারণ, এই সিনেমা নিয়ে প্রচুর পরিশ্রম করেছেন। কিন্তু কঙ্গনা আমার কথা মানেনি’।
এছাড়াও সোনু বলেছেন, ‘যখন আমি সিনেমার দৃশ্য দেখলাম, তখন জানতে পারলাম যে, আমি যে দৃশ্যে অভিনয় করেছিলেন, তা সিনেমায় নেই। আমার ৮০ শতাংশ দৃশ্যই কেটে দেওয়া হয়েছিল। এরপর আমি আবার কঙ্গনার সঙ্গে কথা বলি। তখন ও জানায় যে, ও ভিন্নভাবে শ্যুটিং করতে চায়। আমি বলি, আমি এতে স্বচ্ছন্দ নই। কারণ, আমি প্রথম কাহিনী ও পরিচালকের জন্য সিনেমায় কাজ করতে সম্মত হয়েছিলাম। এখন এই প্রোজেক্টে কাজ করতে চাই না’।
সোনু বলেছেন, ওই সিনেমার জন্য তিনি চার মাস সময় দিয়েছিলেন। তাই ছবি ছেড়ে বেরিয়ে আসতে খুবই দুঃখ পেয়েছিলেন তিনি।
‘কঙ্গনা আমার দৃশ্যের ৮০ শতাংশই ছেঁটে ফেলেছিল’, ‘মণিকর্নিকা’ সিনেমা ছেড়ে বেরিয়ে আসার প্রসঙ্গে দাবি সোনু সুদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Sep 2020 09:17 AM (IST)
বলিউডের কুইন নায়িকা কঙ্গনা রানাউত মাঝেমধ্যেই খবরের শিরোনামে উঠে আসেন। সুশান্ত সিংহ রাজপুতের দুর্ভাগ্যজনক মৃত্যুর পর বলিউডে স্বজনপোষণ সংক্রান্ত বিতর্ক উস্কে দেন তিনি।সেই সঙ্গে মহারাষ্ট্র সরকারের সঙ্গে তাঁর সংঘাতও চরম পর্যায়ে পৌঁছেছে। গত বছরই মুক্তি পেয়েছিল কঙ্গনার সিনেমা ‘মণিকর্নিকা’। এই সিনেমায় অভিনয়ের কথা ছিল সোনু সুদের
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -