মুম্বই: প্রয়াত শ্রীদেবী।শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বলিউড অভিনেত্রীর। বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর। পারিবারিক বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে দুবাইয়ে গিয়েছিলেন শ্রীদেবী। সঙ্গে ছিলেন স্বামী বনি কপূর ও ছোট মেয়ে খুসী। তাঁর মৃত্যুতে শোকাহত বলিউড। শোক প্রকাশ করেছেন অমিতাভ বচ্চন, ঋষি কপূর, শত্রুঘ্ন সিনহা, এ আর রহমন, প্রিয়ঙ্কা চোপড়া, রিতেশ দেশমুখ, সুস্মিতা সেন, জ্যাকলিন ফারনান্ডেজ সহ বহু বলিউড তারকা। শ্রীদেবীর জন্ম ১৩ অগস্ট ১৯৬৩। ১২৫টিরও বেশী হিন্দী ছবিতে অভিনয় করেছেন তিনি। ৮০ ও ৯০ এর দশকের বলিউড দাপিয়েছেন হাওয়া হাওয়ায়ী গার্ল। হিন্দির পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন তিনি। ১৯৭৫-এ জুলি ছবিতে শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় তাঁর প্রথম অভিনয়। এরপর ১৯৭৮-এ সোলয়াঁ সাওয়ান ছবিতে বলিউডে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন তিনি। তার শেষ মুক্তি পাওয়া হিন্দি ছবি ‘মম’। ২০১৩ সালে অভিনয়ের জন্য পেয়েছেন পদ্মশ্রী সম্মান। তাঁর অভিনীত কিছু উল্লেখযোগ্য সিনেমা সদমা, মিস্টার ইন্ডিয়া, হিম্মতওয়ালা, চাঁদনি, নাগিনা, চালবাজ, লমহে, খুদাগওয়া।

অন্তিম সত্কারের জন্য প্রয়াত অভিনেত্রীর দেহ মুম্বইতে নিয়ে আসা হবে। আন্ধেরিতে তাঁর বাড়ির সামনে রাত থেকেই সমবেত হয়েছেন অগনিত গুণমুগ্ধ। শোকাহত অনুরাগীদের অনেকেই বলছেন, শ্রীদেবী যে নেই, তা এখনও যেন বিশ্বাসই হচ্ছে না।