শেষ ম্যাচে ৫৪ রানে জয়, টি-২০ সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ৩-১ হারাল ভারতীয় মহিলা দল
Web Desk, ABP Ananda | 24 Feb 2018 10:54 PM (IST)
কেপ টাউন: ভারতের পুরষ দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের শেষ ম্যাচ খেলতে নামার আগেই দুর্দান্ত সাফল্য পেল মহিলা দল। টি-২০ সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫৪ রানে হারিয়ে ৩-১ ফলে সিরিজ জিতে নিল হরমনপ্রীত কউরের দল। একদিনের সিরিজও ২-১ ফলে জিতেছিল মিতালি রাজের নেতৃত্বাধীন দল। এবার টি-২০ সিরিজেও সাফল্য পেলেন ভারতের মহিলারা। আজ প্রথমে ব্যাট করতে নেমে ভারতের মহিলা দল ৪ উইকেটে ১৬৬ রান করে। মিতালি ৫০ বলে ৬২ এবং জেমিয়া রডরিগেজ ৩৪ বলে ৪৪ রান করেন। জবাবে দক্ষিণ আফ্রিকার মহিলা দল ১৮ ওভারে ১১২ রানে অলআউট হয়ে যায়। চোট পাওয়া ঝুলন গোস্বামীর বদলে ৬ বছর পরে জাতীয় দলে সুযোগ পাওয়া বাংলার অভিজ্ঞ পেসার রুমেলি ধর ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন। শিখা পাণ্ডেও ৩ উইকেট নেন। ফলে ভারতীয় দল সহজেই জয় পেল।