মুম্বই: হিন্দি ধারাবাহিকের অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma Death Case) মৃত্যুকাণ্ডকে ঘিরে রহস্যের জাল ভেদ হয়নি এখনও। ধারাবাহিকের সেটেই মেকআপ রুম থেকে উদ্ধার হয় অভিনেত্রীর ঝুলন্ত দেহ। প্রাথমিক তদন্তের পর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আত্মঘাতী হয়েছেন অভিনেত্রী (Tunisha Sharma)। অন্যদিকে, তুনিশার মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক শিজান খান (Sheezan Khan)। তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে আদালতে। আর এবার এই মামলায় মুখ খুললেন শিজানের আইনজীবী। করলেন বিস্ফোরক দাবি।
তুনিশা মৃত্যুকাণ্ডে শিজান খানের আইনজীবীর বিস্ফোরক দাবি-
সম্প্রতি মহারাষ্ট্রের পালঘর আদালতে তুনিশা মৃত্যুকাণ্ডে বিস্ফোরক দাবি করলেন অভিযুক্ত শিজান খানের আইনজীবী। তাঁর দাবি, আলি নামে এক ব্যক্তির সঙ্গে সম্প্রতি যোগাযোগ হয় তুনিশা শর্মার। একটি ডেটিং অ্যাপের মাধ্যমেই পরিচয় হয় তাঁদের। গত ২১ এবং ২৩ ডিসেম্বর ওই ব্যক্তি এবং তাঁর কোম্পানির সঙ্গে যোগাযোগ ছিল তুনিশার। শুধু তাই নয়, আইনজীবীর দাবি, মৃত্যুর কিছুক্ষণ আগেও ডেটিং অ্যাপে ওই ব্যক্তির সঙ্গে কথা বলেন অভিনেত্রী। প্রায় ১৫ মিনিটের একটি ভিডিও কল চলে তাঁদের মধ্যে।
আরও পড়ুন - Pathaan Trailer: শাহরুখের 'পাঠান'-এ অতিথিশিল্পী রণবীর? রইল ছবি
প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর প্রয়াত হন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মা। ধারাবাহিকের সেটের মেকআপ রুম থেকে পাওয়া যায় তাঁর ঝুলন্ত দেহ। অভিযোগের আঙুল উঠেছে তাঁর প্রাক্তন প্রেমিক শিজান খানের বিরুদ্ধে। দুজনের মধ্যে সম্প্রতি কিছুদিন আগেই ব্রেকআপ হয়। এর আগে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, সম্পর্ক ভাঙার সঠিক কারণ জেরায় বলতে পারেননি শিজান।