মুম্বই: আজ জন্মদিন বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনের (Hrithik Roshan)। ৪৯তম জন্মদিন (Happy Birthday Hrithik Roshan) পালন করছেন তিনি। পরিবার, প্রিয়জন, প্রেমিকা থেকে অনুরাগী, সকলের কাছ থেকেই ক্রমশ জন্মদিনের শুভেচ্ছা পাচ্ছেন। সোশ্যাল মিডিয়া উপচে পড়ছে হৃত্বিক রোশনের জন্মদিনের শুভেচ্ছায়। আজ জন্মদিনে দেখে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।


হৃত্বিক রোশনের অজানা তথ্য-


১. বলিউডের গ্রিক গড হৃত্বিক রোশনের পুরো নাম জানা নেই অনেকেরই। তাঁর পুরো নাম হৃত্বিক রোশন নাগরাথ। অভিনয় ছাড়াও অসাধারণ নাচের দক্ষতার জন্য দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। শুধু তাই নয়। কেরিয়ারের একেবারে শুরু থেকেই দেশের সবথেকে বেশি পারিশ্রমিক নেওয়া তারকাদের মধ্যে জায়গা করে নেন। 


২. বহু ক্ষেত্রেই দেখা যায়, তারকারা নিজেদের কেরিয়ারে মন দেওয়ার জন্য পড়াশোনায় ততটাও মন দিতে পারেন না। কিন্তু হৃত্বিক রোশনের ক্ষেত্রে বিষয়টা এমন নয়। কমার্স নিয়ে স্নাতক অভিনেতা।


৩. আমরা সকলেই জানি হৃত্বিক রোশনের প্রথম ছবি 'কহো না পেয়ার হ্যায়' কত হিট হয়েছিল। কিন্তু এটা কি জানেন, প্রথম ছবি মুক্তির পর কত প্রেমের প্রস্তাব এবং বিয়ের প্রস্তাব পেয়েছিলেন অভিনেতা? জানা যায়, প্রথম ছবি মুক্তির পর ভ্যালেন্টাইন্স ডে-তে ৩০ হাজার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন হৃত্বিক।


আরও পড়ুন - Hrithik Roshan Birthday: চলতি বছরই কি বিয়ের পিঁড়িতে হৃত্বিক-সাবা?


৪. গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম ওঠে হৃত্বিক রোশন অভিনীত 'কহো না পেয়ার হ্যায়'-র। ছবিটি মোট ৯২টি পুরস্কার পেয়েছিল। 


৫. মাদাম ত্যুসোর মিউজিয়ামে মোমের মূর্তি রয়েছে হৃত্বিক রোশনের। বলিউডের তাবড় তারকা অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ঐশ্বর্য রাই বচ্চন, সলমন খানের পর সেখানে জায়গা করে নেন হৃত্বিক।


৬. প্রথমবার কত টাকা বেতন পেয়েছিলেন হৃত্বিক রোশন জানা আছে? জানলে অবাক লাগবে, স্টার কিড হয়েও হৃত্বিক রোশন প্রথম বেতন পেয়েছিলেন মাত্র ১০০ টাকা। একটি ছবিতে নাচের জন্য তাঁর দাদু ওম প্রকাশ তাঁকে এই অর্থ বেতন দিয়েছিলেন। ছবির নাম ছিল 'আশা'। আর হৃত্বিক রোশনকে নাচতে দেখা গিয়েছিল জিতেন্দ্রর পাশে।


৭. শোনা যায়, 'কহো না পেয়ার হ্যায়' নয়, বরং, 'তারা রম পম পম' ছবি দিয়ে বলিউডে ডেবিউ করার কথা ছিল হৃত্বিক রোশনের। বিপরীতে অভিনয় করার কথা ছিল প্রীতি জিন্টার। কিন্তু শেখর কপূরের সেই ছবি বাতিল হয়ে যায়। পরবর্তীকালে বাবার ছবি দিয়েই আত্মপ্রকাশ হয় অভিনেতার।