কলকাতা: রাসবিহারী মোড়ের কাছে লেক মলের সামনে দুর্ঘটনায় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের গাড়ি। গাড়ির আরোহী মডেল-অভিনেত্রী সনিকা সিংহ চৌহানের মৃত্যু। আহত অভিনেতা। ভোর ৪টে নাগাদ দুর্ঘটনা ঘটে।
লেক মলের সামনে দুর্ঘটনায় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের গাড়ি, আহত অভিনেতা, মৃত গাড়ির সহযাত্রী মডেল সনিকা, দেখুন ঘটনাস্থলের ছবি
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অভিনেতা নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। পাশের আসনে বসেছিলেন সনিকা। রাসবিহারী যাওয়ার পথে, দ্রুতগতিতে থাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে ঘুরে গিয়ে ফুটপাথে উঠে পড়ে। এরপর সেটি একটি দোকানে ঢুকে উল্টে যায়। স্থানীয় বাসিন্দারাই ২ জনকে উদ্ধার করেন। হাসপাতালে নিয়ে গিয়ে আইসিইউ-তে ভর্তি করার পর সনিকার মৃত্যু হয়।প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হলেও, পরে অসুস্থ বোধ করায়, অভিনেতা বিক্রমকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মাথায় আঘাত লেগেছে
নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা গাড়ির,মৃত সঙ্গী মডেল, রক্তাক্ত অভিনেতা বিক্রম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Apr 2017 12:18 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -