কলকাতা: ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক 'নায়িকা নং ১' (Nayika No 1)। কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে ধারাবাহিকের গল্প? পরের পর্বে কোন বিশেষ দিকে মোড় নেবে চিত্রনাট্য? কালার্স বাংলার (Colors Bangla) এই জনপ্রিয় ধারাবাহিকের সমস্ত আপডেট রইল অনুরাগীদের জন্য।


'নায়িকা নং ১' গল্পে নতুন মোড়


মণিকা সেনের ষড়যন্ত্রের ফলস্বরূপ, নতুন সিনেমার থেকে বাদ দিয়ে দেওয়া হয় শীলার নাম। ফলে স্বাভাবিকভাবেই ভেঙে পড়ে শীলা। এই কঠিন সময়ে শীলার পাশে এসে দাঁড়ায় শুদ্ধ। সে শীলাকে কথা দেয় যে তাঁর নায়িকা হওয়ার স্বপ্ন সে পূরণ করবে। শুদ্ধর নিজের ও শীলার কেরিয়ার বাঁচানোর জন্য সে নকল বিয়ের আশ্রয় নেয়। শীলা সেই প্রস্তাবে রাজি হয়। অন্যদিকে শুদ্ধকে বিয়ে করার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ প্রতীক্ষা। তাঁর সঙ্গে রয়েছেন শুদ্ধরই মা ও কাকিমা। 


অন্যদিকে, নিজের সিদ্ধান্তে অনড় বিজয় সেন। সেন বাড়িতে সত্যনারায়ণ পুজোর আয়োজন করা হয়েছে। পুজোর প্রধান দায়িত্বে শীলা। এর মধ্যে শুদ্ধর মা ও কাকিমা পুজোয় উপস্থিত থাকার জন্য ডেকে পাঠান প্রতীক্ষাকেও। সেখানে শুরু নতুন ঝামেলা। পুজোর পাঁচালি কে পড়বে, শীলা না প্রতীক্ষা? সেই নিয়ে শুরু তর্ক। অবশেষে প্রস্তুতি পর্ব সারা হয়, সেন বাড়িতে বৈশাখী সন্ধ্যার আয়োজন করা হয়। বিজয় সেন অত্যন্ত উত্তেজিত কারণ তাঁর পুত্রবধূ এই অনুষ্ঠানে নৃত্যনাট্য 'চিত্রাঙ্গদা' পারফর্ম করবেন।


ধারাবাহিকের প্রেক্ষাপট এক ঝলকে


জুনিয়র আর্টিস্ট শীতলা ওরফে শীলা, একদিন বড় নায়িকা হওয়ার স্বপ্ন দেখে। একজন আত্মবিশ্বাসী মেয়ে, জীবনের কঠিন পরিস্থিতিতেও সে কখনও তার স্বপ্নের পেছনে ছুটতে হাল ছাড়ে না। নিজেকে শীতলার থেকে শীলা বলে ডাকতেই বেশি পছন্দ করে সে, কারণ সেই নামটাই বেশি 'ফিল্মি'। তাঁর নিরীহ, উচ্ছ্বসিত ও জীবনের প্রতি ইতিবাচক চরিত্রের জন্য মানুষ তাঁকে পছন্দও করে। শীতলার হালকা মজার মুহূর্তগুলো দর্শকের মুখে হাসি এনে দেয়। 


আরও পড়ুন: Kisi Ka Bhai Kisi Ki Jaan: আশানুরূপ নয়! অগ্রিম বুকিংয়ে মাত্র ২৩ হাজার টিকিট বিক্রি সলমনের নতুন ছবির


অন্যদিকে, শুদ্ধ সেন এক শিক্ষিত ও শৃঙ্খলাবদ্ধ পরিবারের ছেলে। নিয়তির খেলায় শীলার থেকে সে 'মিথ্যা বিয়ে'র সাহায্য নেয়, কারণ পরিবারের ঠিক করা 'আসল বিয়ে' থামাতে চায় সে। অবশেষে এক চরিত্র পেল যেন শীলা, কিন্তু তা শুদ্ধর প্রেমিকা হওয়ার। সেই চরিত্র মেনে নেওয়া, থেকে তাঁর নায়িকা হওয়ার স্বপ্নপূরণ, এই কাহিনিই 'নায়িকা নং ১'-এর ধারাবাহিকের প্রেক্ষাপট। 'নায়িকা নং ১' ধারাবাহিকে শীলার চরিত্রে অভিনয় করেন ঋতব্রতা দে ও শুদ্ধ সেনের চরিত্রে রয়েছেন ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়। প্রত্যেকদিন সন্ধ্যা সাড়ে ৮টায় এই ধারাবাহিক দেখা যায় 'কালার্স বাংলা'য়।