কলকাতা: তারকাদের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব তো ঘোঁচায় এই সোশ্যাল মিডিয়াই। টলিউড থেকে বলিউড, কোন কোনও না কোনও ছবি, সংলাপ নজর কাড়ে দর্শকদের। আজকের সেরা সোশ্যাল পোস্টে, জায়গা করে নিলেন কোন কোন তারকা? একঝলকে দেখে নেওয়া যাক সেরা সোশ্যাল পোস্টগুলি। 


 


'জওয়ান'-এর ট্রেলার প্রকাশ্যে...


কথামতোই মুক্তি পেল শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত 'জওয়ান' (Jawan) ছবির ট্রেলার। সোশ্যাল মিডিয়ায় কিংখানের নতুন ছবির ঝলক মুক্তি পেতেই তা কার্যত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। চর্চায় এল শাহরুখের একাধিক সংলাপ, অন্যদিকে সোশ্যাল মিডিয়া ভাসল প্রশংসা, উচ্ছ্বাস, আবেগে। শাহরুখ খান (Shah Rukh Khan), নয়নতারা (Nayanthara), বিজয় সেতুপতি (Vijay Sethupathi) অভিনীত 'জওয়ান' ছবির ট্রেলার ('Jawan' Trailer Out)। অ্যাকশন থ্রিলার ঘরানার ছবির ট্রেলারের পরতে পরতে চমক। আর গোটা ট্রেলারে ভাইরাল হল শাহরুখের একটি সংলাপ। যেখানে কিং খান বলছেন, "বেটে কো হাত লাগানে সে পেহেলে, বাপ সে বাত কার, অর্থাৎ 'বাবাকে পেরিয়ে ছেলেকে ছুঁতে হবে।' বলিউড বাদশার এই ডায়লগ ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। এই সংলাপটি গায়ে কাঁটার মত বলে জানান অনেক অনুরাগী। আবার কেউ কেউ বলেন, আক্ষরিক অর্থেই আরিয়ানকে মনে করে এই সংলাপ বলেছেন শাহরুখ। 


 



 


 


ঋতুপর্ণের জন্মদিনে স্মৃতিমেদুর প্রসেনজিৎ


৩১ অগাস্ট তাঁর প্রিয় বন্ধুর জন্মদিন। প্রত্যেক বছর এই দিনটায়, তাঁর চলে যাওয়া আরও একটি বেশি করে মনে পড়ে যায় টলিউডের এই সুপারস্টারের। মনখারাপ হয় আরও বেশি। কিন্তু কখনোই কি ভোলা যায় প্রিয় 'ঋতু'-কে? তাঁর বাড়ির ভিতরের বসবার ঘরে বিশাল বড় এক ফ্রেমে টাঙানো রয়েছে সেই মানুষটারই ছবি। ঋতুপর্ণ ঘোষ (Rituparno Ghosh)। আজ তাঁর জন্মদিনে, স্মৃতি হাতড়ালেন টলিউডে কিংবদন্তি পরিচালকের অন্যতম কাছের মানুষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)।  সোশ্যাল মিডিয়ায়, পুরনো স্মৃতি হাতড়ে ২টি ছবি শেয়ার করে নিয়েছেন প্রসেনজিৎ। লিখছেন, 'শুভ জন্মদিন ঋতু। জন্মদিনের special breakfast- টা ভুলিসনি তো? আমাদের বন্ধুত্ব, অভিমান, একসঙ্গে কাজ... সবটা নিয়েই আমি জানি তুই আমার পাশেই আছিস। ভাল থাকিস বন্ধু...'। ছোট্ট কিন্তু এই মন ছোঁয়া বার্তায় যেন মিশে রইল এক বিষাদের সুর। ঋতুপর্ণ আবিষ্কার করেছিলেন এক অন্য প্রসেনজিৎতে। প্রচলিত কমার্শিয়াল ছবির বাইরে প্রসেনজিতের মধ্যে লুকিয়ে রয়েছে যে অনবদ্য অভিনেতা, তাঁকে দর্শকদের সামনে তুলে ধরেছিলেন ঋতুপর্ণ। বুম্বার সঙ্গে তাঁর বন্ধুত্বও ছিল বেশ চর্চিত। সেই বন্ধুকে প্রসেনজিৎ হারিয়েছেন বছর দশেক আগে। হঠাৎ এক মনখারাপের সকালে 'ঋতু'-হীন হয়েছিল টলিউড। আর সেই ঋতুর জন্মদিনে, যেন তাঁর সঙ্গে কাটানো মুহূর্তই ফিরে দেখলেন প্রসেনজিৎ। 


 






 


আরও পড়ুন: Rituparno Ghosh: ঋতুপর্ণের জন্মদিনে তাঁর সৃষ্টিতে শ্রদ্ধার্ঘ্য, ওটিটিতে দেখা যাবে 'বাড়িওয়ালি'