কলকাতা: ছোটপর্দায় আরও এক স্বপ্নপূরণের গল্প। স্টার জলসায় আসছে ধারাবাহিক 'তোমাদের রাণী'। এই ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় পা রাখছেন দুই নতুন অভিনেতা-অভিনেত্রী। নায়িকার ভূমিকায় দেখা যাবে অভিকা মালাকারকে। ধারাবাহিকে তাঁর নাম রাণী। তাঁর বিপরীতে দেখা যাবে অর্কপ্রভ রায়কে। তাঁর চরিত্রের নাম দুর্জয়।
সদ্য প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, গর্ভস্থ অবস্থায় চিকিৎসক হওয়ার পরীক্ষা দিচ্ছেন ধারাবাহিকের নায়িকা রাণী। এই পরিস্থিতিতেও সে পাশে পায়নি তাঁর পরিবার বা তাঁর স্বামীকেও। এরপরে প্রোমোর শেষে দেখা যায়, তাঁর শিশুকে নিয়ে সে বেরিয়ে আসছে কলেজ থেকে। এখই সঙ্গে ভাল স্ত্রী, ভাল মা ও চিকিৎসক হয়ে ওঠার গল্প বলবে নতুন ধারাবাহিক।
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই ধারাবাহিকের শ্যুটিং। সুশান্ত দাসের পরিচালনায় শুরু হচ্ছে এই ধারাবাহিক। পুরুষতান্ত্রিক সমাজে এক নারীর নিজেকে খুঁজে পাওয়ার লড়াইয়ের গল্পই বলবে এই ধারাবাহিক। একেবারে নতুন দুই মুখকে এই ধারাবাহিকের জন্য বেছে নিয়েছেন সুশান্ত। পর্দায় রাণীকে ডাক্তারি পরীক্ষা দিতে দেখা গেলেও, বাস্তবে কিন্তু এখনও স্কুলের গণ্ডি পার করেনি অভিকা।
নতুন ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে এলেই, চর্চায় আসে সেই ধারাবাহিক কখন সম্প্রচারিত হবে তার টাইম স্লট। ৪ সেপ্টেম্বর থেকে প্রতিদিন সন্ধে ৬টার টাইমস্লটে দেখা যাবে এই ধারাবাহিক। এই টাইম স্লটেই দেখা যেত সব্যসাচীর রামপ্রসাদ ধারাবাহিকটি। এটিও বেশ জনপ্রিয় ধারাবাহিকই ছিল। কিন্তু নতুন এই ধারাবাহিকের জন্য টাইম স্লট বদলানো হয়েছে 'রামপ্রসাদ'-এর। সাড়ে পাঁচটার স্লটে দেখা যাবে রামপ্রসাদ ও ৬টার সময় দেখা যাবে 'তোমাদের রাণী' ধারাবাহিকটি।
প্রসঙ্গত, শোনা যাচ্ছে, বন্ধ হতে পারে ধারাবাহিক 'গুড্ডি'। এর আগেও অবশ্য এই ধারাবাহিক বন্ধের গুঞ্জন উঠেছিল। কিন্তু রণজয় ও শ্যামৌপ্তির এই ধারাবাহিকের নতুন কোনও টাইম স্লট ঘোষণা করা হয়নি এখনও। কোন ধারাবাহিকের জায়গা নেবে নতুন গল্প, সেইদিকে চোখ রয়েছে সবার। সেইসঙ্গে ছোটপর্দায় নতুন এই জুটি কতটা টিআরপিতে জায়গা পাবে আর দর্শকদের মনেও দাগ কাটতে পারবে সেই উত্তর দেবে সময়।
আরও পড়ুন: Rituparno Ghosh: ঋতুপর্ণের জন্মদিনে তাঁর সৃষ্টিতে শ্রদ্ধার্ঘ্য, ওটিটিতে দেখা যাবে 'বাড়িওয়ালি'