মুম্বই: থ্রিলার ঘরানার সিরিজ (Thriller Series) 'অসুর'-এর প্রথম সিজন (Asur Season 1) বিপুল জনপ্রিয়তা লাভ করে। তখন থেকেই দর্শক অপেক্ষায় ছিলেন দ্বিতীয় সিজনের (Asur Season 2)। অবশেষে শুক্রবার প্রকাশ্যে এল 'অসুর ২'-এর ট্রেলার (Asur Season 2 trailer out)। 


প্রকাশ্যে এল থ্রিলার সিরিজ 'অসুর ২'-এর ট্রেলার


এদিন জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমার (Jio Cinema) তরফে প্রকাশ্যে আনা হয় 'অসুর ২'-এর ট্রেলার। ক্যাপশনে লেখা হয়, 'মহাযুদ্ধ নিকটে এসে গেছে। কলিযুগকে তার চরম সীমা পর্যন্ত পৌঁছে দেওয়ার সময় এসে গেছে। অসুর এসে গেছে। ভারতের সর্ববৃহৎ পৌরাণিক থ্রিলার ফেরত এসে গেছে। অসুর ২-এর ট্রেলার এল প্রকাশ্যে!' ১ জুন থেকে এই সিরিজ দেখা যাবে জিও সিনেমায়। 


 






ওনি সেন পরিচালিত 'অসুর ২' সিরিজে দেখা যাবে অরশদ ওয়ারসি, বরুন সবতি, ঋদ্ধি ডোগরা, অনুপ্রিয়া গোয়েঙ্কা, অ্যামি ওয়াঘ, মায়াং চ্যাং ও গৌরব অরোরাকে।  এদিন প্রোমো প্রকাশ্যে আসার পর অনুরাগীদের কমেন্টের বন্যা। এক অনরাগী লেখেন, 'আর বেশি অপেক্ষা করতে পারছি না।' অপর একজন লেখেন, 'গায়ে কাঁটা দিচ্ছে'। 'বহু প্রতীক্ষিত মাস্টারপিস', দাবি অপর এক অনুরাগীর। 'আলো আঁধারি, সেই পৌরাণিক যুদ্ধ', লেখেন অপর একজন। প্রথম সিজন অনুরাগীদের থেকে যথেষ্ট ভালবাসা পায়। 


আরও পড়ুন: Benefits of Coconut: শরীরে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে বিশেষভাবে উপকারী নারকেল, কীভাবে ব্যবহার করবেন?


প্রসঙ্গত, অরশদ ওয়ারসিকে এই সিরিজ ছাড়াও দেখা যাবে সঞ্জয় দত্তের সঙ্গে কমেডি ঘরানার একটি ছবিতে। সেই ছবির নাম যদিও এখনও চূড়ান্ত হয়নি। বরুণকে, অন্যদিকে, দেখা যাবে আগামী ইনভেস্টিগেটিং ড্রামা ঘরানার সিরিজ 'কোহরা'য়। এই সিরিজ দেখা যাবে নেটফ্লিক্সে।