নয়াদিল্লি: সিনেমার প্রচারমূলক ইভেন্টে মঞ্চে দাঁড়িয়ে অভিনেত্রীকে আচমকা ধাক্কা দিলেন অভিনেতা-রাজনীতিক। ভিডিও ভাইরাল হওয়ার পর শোরগোল নেটদুনিয়ায়। সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন অভিনেত্রী। ঠিক কী ঘটে? তামিল তেলুগু অভিনেত্রী অঞ্জলিকে (Anjali) 'গ্যাংস অফ গোদাবরী' (Gangs of Godavari) ছবির ইভেন্টে মঞ্চে দাঁড়িয়ে ধাক্কা মারলেন অভিনেতা-রাজনীতিক নন্দমুরী বালাকৃষ্ণা (Nandamuri Balakrishna)। প্রবল সমালোচনার আবহে এরপরই এক্স হ্যান্ডলে (পূর্ববর্তী ট্যুইটার) একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী, পাশে দাঁড়ান বালাকৃষ্ণার। 


মঞ্চে অভিনেত্রীকে ধাক্কা, সমালোচনার মুখে বালাকৃষ্ণা, পাশে দাঁড়ালেন স্বয়ং অঞ্জলি


সোশ্যাল মিডিয়ায় অঞ্জলিকে ধাক্কা মারার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে। বালাকৃষ্ণা ওরফে বালায়ার কপালে জোটে 'রূঢ়' এবং 'অসম্মানজনক' তকমা। একাধিক তারকাও তাঁর বিরুদ্ধে মুখ খোলেন। পরিচালক হংসল মেহতাও বালাকৃষ্ণার তীব্র সমালোচনা করেছেন। 


কিন্তু এই আবহেই একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী অঞ্জলি নিজেই। 'গ্যাংস অফ গোদাবরী' ইভেন্টেরই সেই ভিডিও শেয়ার করে বালাকৃষ্ণাকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী সেখানে উপস্থিত থাকার জন্য। ওই ঘটনার পর তারকামহল ও সাধারণ মানুষের থেকে বিপুল পরিমাণে সমর্থন পাওয়া সত্ত্বেও বালায়াকে নিয়ে অঞ্জলির এমন 'আবেগঘন' পোস্ট অবাক করেছে প্রচুর মানুষকে। 


তিনি যে পোস্ট করেছেন তার ক্যাপশনে লেখেন, 'আমি শ্রী বালাকৃষ্ণাকে ধন্যবাদ জানাতে চাই 'গ্যাংস অফ গোদাবরী' প্রি-রিলিজ ইভেন্টকে তাঁর উপস্থিতি দ্বারা উজ্জ্বল করার জন্য। আমি ব্যক্ত করতে চাই যে বালাকৃষ্ণাজি ও আমি চিরকালই একে অপরের প্রতি সম্মান বজায় রেখেছি এবং আমাদের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক দারুণ। ওঁর সঙ্গে পুনরায় মঞ্চ ভাগ করে নেওয়ার অভিজ্ঞতা দারুণ।' ভিডিওয় ইভেন্টের নানা মুহূর্তের কোলাজ দেখতে পাওয়া যায়। 


 






ইন্টারনেটে ধাক্কা দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে নেটিজেনদের কটাক্ষের শিকার অভিনেতা-রাজনীতিক। এমনকী একাধিক তারকাও তাঁর এমন ব্যবহারে ক্ষোভপ্রকাশ করেন। গায়িকা চিন্ময়ী শ্রীপদা একটি দীর্ঘ পোস্ট করে এই ঘটনার নিন্দা করেন। অনেকেই ওই ঘটনা ঘটার সময় অঞ্জলি কেন 'হাসিমুখে' মেনে নিলেন সেই প্রশ্নও তোলেন। 


আরও পড়ুন: Sunny Deol: সফল 'গদর ২'! সেই আবহেও কোটি টাকা প্রতারণা অভিযোগ সানি দেওলের বিরুদ্ধে


'গ্যাংস অফ গোদাবরী' অভিনেতা বিশ্বক সেন ও প্রযোজক নাগা ভামসিও অবশ্য বালাকৃষ্ণার কাজকে যুক্তি দেওয়ার চেষ্টা করেন। তাঁদের দাবি, এই মুহূর্তটা বিণা কারণে বাড়িয়ে প্রদর্শিত হচ্ছে। এর আগেও নন্দমুরী বালাকৃষ্ণা সমালোচনার শিকার হয়েছেন অভিনেতা, অনুরাগী ও তাঁর সহকারীদের প্রতি ব্যবহার নিয়ে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।