মুম্বই: ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন অভিনেত্রী অঙ্কিতা লোখণ্ডে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই ভিডিও। সবাইকে আর্জি জানালেন ভ্যাকসিন নিয়ে নেওয়ারও। কিন্তু ফল হল উল্টো। অঙ্কিতার হাবভাব দেখে বেজায় চটলেন নেটিজেনরা। অনেকে তো আবার কমেন্টবক্সে লিখেই দিলেন, 'নাটক করছেন!'


ভিডিও প্রথমেই দেখা যাচ্ছে, ভ্যাকসিন নিতে কোনও এক ক্লিনিকে হাজির হয়েছেন অঙ্কিতা। একজন নার্স তাঁকে বোঝাবার চেষ্টা করছেন। আর ভিডিওতে দেখা যাচ্ছে বেজায় ভয় পেয়েছেন অঙ্কিতা। কখনও হাসছেন, কখনও আবার গ্লাভস পড়া হাত দিয়েই চোখমুখ ঢাকছেন। অবশেষে ভ্যাকসিন নেওয়ার সময় রীতিমতো ঠাকুরের নাম করলেন অঙ্কিতা। ভ্যাকসিন নেওয়া শেষে ওই নার্সকে ধন্যবাদও জানান অভিনেত্রী। গোটা ভিডিওটিই তিনি আপলোড করেছেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। সেই সঙ্গে ক্যাপশানে লিখেছেন, 'আমি আমার টিকা নিলাম। আপনারাও যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নিন।'


অঙ্কিতার এই ভিডিও দেখে অনেকে তাঁর প্রশংসা করেছেন। কিন্তু অনেকেই বিরূপ মন্তব্য করেছেন। অনেকে লিখেছেন, 'আর কত নাটক করবেন!' অপর একজন মন্তব্য করেছেন, 'নাটক করা তোমার থেকে শিখতে হয়।' অনেকে আবার লিখেছেন, 'গ্লাভস পরা হাত চোখে দেওয়া উচিত নয়।'



সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার পর থেকেই লাইমলাইটে থাকেন অঙ্কিতা। সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা নায়কের মৃত্যুর জন্য সরাসরি দোষারোপ করেছিলেন সুশান্তের বর্তমান প্রেমিকা রিয়া চক্রবর্তীকে। সময়ের সঙ্গে সঙ্গে স্বাভাবিক জীবনে ফিরে যান অঙ্কিতা। তাঁর বর্তমান প্রেমিক ভিকি জৈনের সঙ্গে হামেশাই সময় কাটাতে দেখা যায় তাঁকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ভিকি ও অঙ্কিতার একটি নাচও। ৩ বছরের সম্পর্ক উদযাপন করতে দেখা যায় তাঁদের।


এর আগে খুশির ছবি শেয়ার করার জন্য অঙ্কিতাকে সুশান্ত ভক্তদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে অনেকবার। অনেকেই বলেছিলেন সুশান্তকে একেবারেই ভুলে গিয়ে খুশি আছেন অঙ্কিতা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই কমেন্টের সংখ্যা কমেছে। কিন্তু ছন্দপতন ঘটল ভ্যাকসিন নেওয়ার এই ভিডিওতে।