কলকাতা: কালো লেহঙ্গা পরে শ্যুটিং ফ্লোরে বসে রয়েছেন দেবিনা বন্দ্যোপাধ্যায়। চলছে শ্যুটিং। তার ফাঁকেই হঠাৎ অভিনেত্রী গেয়ে উঠলে বাংলা গানের দু কলি। তাঁর গলায় শোনা গেল বাঙালি সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর জনপ্রিয় গান 'এ মন ব্যাকুল যখন তখন'। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল, প্রবাসী অভিনেত্রীর গলায় সেই স্পষ্ট বাংলা গান।


আজ দেবিনার একটি ভিডিও সামনে আসে। সেখানে দেখা যায়, শ্যুটিং ফ্লোরে বসে রয়েছেন দেবিনা। গান করছেন, 'এ মন ব্যাকুল যখন তখন.. ডেকে যায় বারে বারে।' কলকাতা থেকেই কেরিয়ার শুরু দেবিনার।  এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে দেবিনা একবার বলেছিলেন, "কলকাতার প্রায় সমস্ত ব্র্যান্ডের সঙ্গেই কাজ করে ফেলেছিলাম আমি। তাই মুম্বই পাড়ি দিই। এখানে এসে 'রামায়ন'-এ অভিনয় করার সুযোগ পাই।'


ছবি বা ধারাবাহিক নয়, আপাতত নিজের ইউটিউব চ্যানেল খোলার পরিকল্পনা করছেন দেবিনা। অনেকেই তাঁর কাছে তাঁর রুপচর্চার বিভিন্ন টিপস চান। শরীরচর্চা ও ত্বকের যত্ন নেওয়ার বিভিন্ন পদ্ধতিই সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরবেন তিনি।


'রামায়ণ' ধারাবাহিকে অভিনয় করার সময় আলাপ হয় গুরমিত চৌধুরী ও দেবিনার। আলাপ গড়ায় প্রেমে। আপাতত স্বামী-স্ত্রী তারা। কলকাতা ছেড়ে মুম্বইতেই ঘর বেঁধেছেন দেবিনা। 'রামায়ণ' রি টেলিকাস্ট হওয়ার পর তার সাফল্য দেবিনার কাছে বিশাল পাওয়া। 'চিড়িয়াঘর' এর চরিত্রের নাম ধরে কেউ ডাকলে এখনও ভালোলাগা কাজ করে তাঁর। আফশোসের সুরে দেবিনা বললেন, 'সবাই ভুলেই গিয়েছে আমি বাঙালি। কলকাতা থেকে আবার কাজের ডাক পেলে আবার ফিরব।'


আজই সোশ্যাল মিডিয়ায় গুরমিতের সঙ্গে সময় কাটানোর ভিডিও শেয়ার করেছেন দেবিনা। সম্প্রতি একটি অভিনব উদ্যোগও নিয়েছিলেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ভিডিও পোস্ট করে দেবিনা। সেখানে তিনি বলছেন, 'রেড কার্পেট লুক থেকে বিমানবন্দরের সাধারণ পোশাক, স্টাইল সবটাই তৈরি করেন শিল্পীরা। ফ্যাশান ইন্ড্রাস্টিই সবসময় তারকাদের সাজিয়ে তোলে। এবার আমাদের সময় ছোট ছোট অঞ্চলিক শিল্পীদের কিছু ফিরিয়ে দেওয়ার। আমাদের কর্তব্য তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার।' দেবিনা জানাচ্ছেন, মুম্বই ও আশেপাশের অঞ্চলের শিল্পীরা যদি তাঁর সঙ্গে যোগাযোগ করেন ও তাঁর কাছে তৈরি ফ্যাশান প্রোডাক্ট পাঠিয়ে দেন তবে সেগুলি নিয়ে ফটোশ্যুট করবেন দেবিনা। পোশাক হোক বা গয়না ও অন্যান্য সামগ্রী, সেগুলো পরে ফটোশ্যুট করে সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন দেবিনা। সঙ্গে থাকবে সেই পোশাক বা গয়না বিক্রেতার নাম ও সমস্ত তথ্য।


অভিনেত্রী আরও জানিয়েছেন, এই কাজটি তিনি করবেন সম্পূর্ণ বিনামূল্যে। ফটোশ্যুট থেকে শুরু করে বিজ্ঞাপন, কোনও কিছুর জন্যই বিক্রেতার কাছ থেকে টাকা নেবেন না তিনি। বরং যদি একটু বিক্রি বাড়ে তাহলেই খুশি দেবিনা।