চমকে দিলেন দিশা! কিনলেন ১.৩ কোটির গাড়ি
Web Desk, ABP Ananda | 13 Nov 2019 01:21 PM (IST)
বলিউডে রেঞ্জ রোভারের প্রতি বহু বলি-সেলিব্রিটিরই আকর্ষণ। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সঞ্জয় দত্ত, আলিয়া ভট্ট, সকলেরই গ্যারাজে আছে রেঞ্জ রোভার। এবার এই নক্ষত্রমণ্ডলীতে যুক্ত হল দিশার নামও।
মু্ম্বই: দামি গাড়ি কিনে সবাইকে তাক লাগিয়ে দিলেন দিশা পটানি। ১.৩ কোটি টাকা খরচা করে রেঞ্জ রোভার এসইউভি গাড়ি কিনলেন তিনি। ইনস্টাগ্রামে নিজেই শেয়ার করলেন সেই ছবি। বিলাসবহুল এই গাড়িটিতে আছে অত্যাধুনিক নানা প্রযুক্তি। বলিউডে রেঞ্জ রোভারের প্রতি বহু বলি-সেলিব্রিটিরই আকর্ষণ। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সঞ্জয় দত্ত, আলিয়া ভট্ট, সকলেরই গ্যারাজে আছে রেঞ্জ রোভার। এবার এই নক্ষত্রমণ্ডলীতে যুক্ত হল দিশার নামও। সর্বোচ্চ ঘণ্টায় ২০১ কিলোমিটার বেগে ছুটতে পারে এই গাড়িটি। ৫ সিটার এই গাড়িতে আছে ১৯৯৭ সিসি ইঞ্জিন। দেখতেও যে গাড়িটা আসাধারণ, তা আর বলার অপেক্ষা রাখে না। দিশা এখন বলিউডের অন্যতম ব্যস্ত নায়িকা। আদিত্য রায় কপূরের সঙ্গে ‘মলংগ’ ছবির কাজ করছেন তিনি। আগামী বছর ছবিটি মুক্তি পাবে। এছাড়া সলমনের সঙ্গে ‘রাধে’ ছবিতেও অভিনয় করবেন দিশা। সেখানে নাকি দুর্ধর্ষ অ্যাকশন করতে দেখা যাবে তাঁকে।