মুম্বই: সম্প্রতি আগামী ছবি 'যোদ্ধা'-র (Yodha) প্রধান দুই মহিলা চরিত্রে কারা অভিনয় করবেন সেই নাম ঘোষণা হয়েছে। অ্যাকশনে ভরপুর এই ছবির অন্যতম অভিনেত্রী দিশা পটানি (Disha Patani)।


সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, 'যখন আমি প্রথম স্ক্রিপ্ট শুনি, সঙ্গে সঙ্গে প্রজেক্টের জন্য হ্যাঁ বলে দিই। আমি ঠিক এমনই একটি ছবির খোঁজ করছিলাম এবং অ্যাকশন এমন একটা জিনিস যা আমি করতে পছন্দ করব। পরিচালকদ্বয় সাগর ও পুস্করের সঙ্গে ইতিমধ্যেই ছবির কাজ শুরু করেছি।' তিনি আরও বলেন যে এই ছবির সঙ্গে কাজের মাধ্যমে বর্ষ শেষ করতে পেরে আমি আনন্দিত।


অভিনেত্রীর কথায়, 'নাম থেকেই বোঝা যাচ্ছে, এটি একটি অ্যাকশনে ভরপুর ছবি হবে। এর শ্যুটিংয়েও বেশ মজা হবে। ২০২১ সালটা আমি এভাবে শেষ করতে পেরে আনন্দিত।' 


আরও পড়ুন: Bigg Boss 15: 'বিগ বস ১৫'-এ রেশমি দেশাইয়ের সঙ্গে ঝামেলা, দেবলীনা ভট্টাচার্যের পাশে দাঁড়ালেন ভাই


দিশা এমনিতে মার্শাল আর্টসে (Martial Arts) বেশ উৎসাহী। এই ছবিতে তাঁর চরিত্র খানিকটা তেমনই। দিশা ছাড়াও এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra) ও রাশি খন্না (Raashii Khanna)। 


গত ২৭ নভেম্বর, 'যোদ্ধা' ছবির শ্যুটিং শুরু হয়েছে। প্রযোজনার দায়িত্বে আছে কর্ণ জোহরের 'ধর্ম প্রোডাকশন' ও শশাঙ্ক খৈতানের 'মেন্টর ডিসিপ্লিন ফিল্মস'। সূত্রের খবর এটি একটি 'এরিয়াল অ্যাকশন' ছবি। ২০২২ সালের ১১ নভেম্বর প্রেক্ষাগৃহে ছবি মুক্তি পেতে পারে।


'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির পরিচালক গত মাসে 'যোদ্ধা' ছবির প্রথম পোস্টার প্রকাশ করেন। সিদ্ধার্থকে সেখানে 'রাফ অ্যান্ড টাফ' অবতারে দেখা যায়। কিছুদিন আগে আরও এক পোস্টে কর্ণ জোহর জানান, ধর্ম প্রোডাকশনের এটিই প্রথম 'অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি'র ছবি। 'যোদ্ধা' ছবির পরিচালনার দায়িত্বে সাগর অম্বর ও পুষ্কর ওঝা (Sagar Ambre & Pushkar Ojha)।