কলকাতা: হলুদ পোশাকে ঝলমল করছেন মা কোয়েল। কোলে ছোট্ট কৃষ্ণ থুড়ি কবীর। যত্ন করে তার মাথায় ময়ূরের পালক আটকে দিচ্ছেন অভিনেত্রী। মল্লিক বাড়িতে ছেলের সঙ্গে জন্মাষ্টমী কাটালেন অভিনেত্রী কোয়েল মল্লিক। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন মিষ্টি ছবি।


আজ জন্মাষ্টমী। চিরকালই বাড়িতে বিভিন্ন পুজোর চল রয়েছে মল্লিক বাড়িতে। ছোট থেকে তাই পুজো দেখে বড় হয়েছেন কোয়েল। ছেলেকেও তাই ছোট থেকে এই সংস্কৃতির সঙ্গেই পরিচয় করিয়ে দিতে চান অভিনেত্রী। আজ সোশ্যাল মিডিয়ায় জন্মাষ্টমী উদযাপনের ছবি ভাগ করে নেন কোয়েল। সেখানে দেখা যাচ্ছে, বাড়িতে পুজোর আয়োজন হয়েছে কোয়েলদের। আর পুজোর জায়গাতেই ছেলে কবীরকে কোলে নিয়ে বসে রয়েছে কোয়েল। কখনও তাঁকে আদর করছেন, আবার কখনও মাথায় গুঁজে দিচ্ছেন ময়ূরের পালক। মা-ছেলের এই মিষ্টি সমীকরণ দেখে আপ্লুত অনুরাগীরাও। তবে ছবিতে স্পষ্ট করে দেখা যায়নি ছোট্ট কবীরের মুখ।


 


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছোট ছোট ভিডিও শেয়ার করে নিজের পুজোর বিভিন্ন অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন কোয়েল। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করে কোয়েল বলছেন, 'ছোটবেলায় আমি একজন ভগবানকে খুব মেনে চলতাম। তথাস্তু ভগবান। জানি না কোথা থেকে এই ধারণাটা মনে গেঁথে গিয়েছিল। হয়ত ছোট থেকে রামায়ণ, মহাভারত দেখে বড় হয়েছি। সেখানে দেখতাম তথাস্তু বললেই সমস্ত ইচ্ছাপূরণ হয়ে যায়। আমার দৃঢ় বিশ্বাস হয়েছিল, তথাস্তু বলে কোনও ভগবান রয়েছেন।'


বাকি সমস্ত বাচ্চাদের মত, পুজোর সময় ঠাকুরের কাছে কী কী চাইবেন তার তালিকা বানাতেন কোয়েল। ভিডিওতে তাঁকে বলতে শোনা গেল, 'একবার আমার এক শিক্ষিকার কাছে খুব বকুনি খেয়েছিলাম। নিজেরই দোষে। কিন্তু তারপর কিছুদিন তিনি স্কুলে আসেননি। খুব মন খারাপ হয়েছিল। সেইদিন শিক্ষা পেয়েছিলাম, রাগ করেও কখনও কোনও মানুষের খারাপ চাইতে নেই।'


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছোটবেলার পূজোর স্মৃতি নিয়ে আরও একটি ভিডিও পোস্ট করেছিলেন কোয়েল। সেখানে তিনি তুলে ধরেন ছোটবেলায় ভাইবোনেদের সঙ্গে নর্দার্ন পার্কে পুজো দেখার স্মৃতি। বাড়ির সবার থেকে ছোট বলে অনেকসময় দল থেকে বাদ পড়তেন কোয়েল। সেই নিয়ে খুব অভিমান হত নায়িকার। তবে বাড়ির বড় দাদা-দিদিদের সঙ্গে প্রতিবছর নর্দার্ন পার্কে ঠাকুর দেখা চাইই-চাই। একবার এমনই এক পুজোর দিনে কোয়েলকে ফেলে সবাই চলে গিয়েছিল নর্দার্ন পার্কে ঠাকুর দেখতে। বাড়িতে দাদা দিদিদের না দেখে প্রচণ্ড অভিমান হয় কোয়েলের। অভিনেত্রী প্রবল বায়না জোড়েন তখন। রক্ষাকর্তা হয়ে এগিয়ে আসেন কোয়েলের 'মেজকা'। কথা দেন, নর্দার্ন পার্কে ফুচকা খেতে নিয়ে যাবেন কোয়েলকে। বড় কারও সঙ্গে যেতে হবে ভেবে একটু মনমরা হলেও, ফুচকার লোভ সামলাতে পারেন না কোয়েল। শেষমেষ নর্দার্ন পার্কে গিয়ে একরকম কান্না চেপে ফুচকা খেতে শুরু করেন কোয়েল। তাঁর কথায়, '২৫টা ফুচকা খাওয়ার পর মেজকা বলে তুই আর খাবি? মেজকা ভয় পাচ্ছিল এরপর শরীর খারাপ করবে কি না। কিন্তু আমি কাঁদতে কাঁদতে না আমি আরও খাব, আরও খাব বলতে বলতে ৫০টা ফুচকা খেয়ে ফেলি সেদিন। কেউ বিশ্বাস করবে না.. কিন্তু সত্যিই ৫০ টা ফুচকা খেয়েছিলাম।' এরপর হাসতে হাসতে অভিনেত্রী যোগ করেন, ফুচকা খেতে কখনও লজ্জা পান না তিনি। ছোটবেলায় সেইদিন যেমন লজ্জা পাওয়া উচিত হলেও পাননি।


">