কলকাতা: গোলাপি নীল পোশাকে ব্যাডমিন্টন কোর্টে মগ্ন কোয়েল মল্লিক। শনিবারের বিকেলে পরিবারের ছোটদের সঙ্গে খেলায় মেতেছেন তিনি। হঠাৎই গুটি গুটি পায়ে মায়ের দিকে এগিয়ে এল একরত্তি ছেলে কবীর। তারপর?


সোশ্যাল মিডিয়ায় আদুরে ভিডিও শেয়ার করে টলি কুইন কোয়েল লিখলেন, 'পরিবারের একদল ছোটদের সঙ্গে আমি যখন ব্যাডমিন্টন খেলতে ব্যস্ত, তখন আমার ছোট্ট সূর্য আমার কাছে এসে একটু মনসংযোগ আকর্ষণের চেষ্টা করছে'। ভিডিওতে দেখা যায়, ছেলে কাথে আসতেই তাকে আদরে ভরিয়ে তোলেন কোয়েল। এমনকি তাকে নিয়েই ফের শুরু করেন ব্যাডমিন্টন খেলতে। কোয়েলের এই মিষ্টি ভিডিওর কমেন্টে ভালোবাসার চিহ্ন এঁকে দিয়েছেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। ভালোবাসা জানিয়েছেন দর্শনা বণিক সহ অনেকেই।



কেবল খেলা নয়, চিরকালই বাড়িতে বিভিন্ন পুজোর চল রয়েছে মল্লিক বাড়িতে। ছোট থেকে তাই পুজো দেখে বড় হয়েছেন কোয়েল। ছেলেকেও তাই ছোট থেকে এই সংস্কৃতির সঙ্গেই পরিচয় করিয়ে দিতে চান অভিনেত্রী।


জন্মাষ্টমীর দিন সোশ্যাল মিডিয়ায় কৃষ্ণ পুজো উদযাপনের ছবি ভাগ করে নেন কোয়েল। সেখানে দেখা যাচ্ছে, বাড়িতে পুজোর আয়োজন হয়েছে কোয়েলদের। আর পুজোর জায়গাতেই ছেলে কবীরকে কোলে নিয়ে বসে রয়েছে কোয়েল। কখনও তাঁকে আদর করছেন, আবার কখনও মাথায় গুঁজে দিচ্ছেন ময়ূরের পালক। মা-ছেলের এই মিষ্টি সমীকরণ দেখে আপ্লুত অনুরাগীরাও। তবে ছবিতে স্পষ্ট করে দেখা যায়নি ছোট্ট কবীরের মুখ।


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছোট ছোট ভিডিও শেয়ার করে নিজের পুজোর বিভিন্ন অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন কোয়েল। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করে কোয়েল বলছেন, 'ছোটবেলায় আমি একজন ভগবানকে খুব মেনে চলতাম। তথাস্তু ভগবান। জানি না কোথা থেকে এই ধারণাটা মনে গেঁথে গিয়েছিল। হয়ত ছোট থেকে রামায়ণ, মহাভারত দেখে বড় হয়েছি। সেখানে দেখতাম তথাস্তু বললেই সমস্ত ইচ্ছাপূরণ হয়ে যায়। আমার দৃঢ় বিশ্বাস হয়েছিল, তথাস্তু বলে কোনও ভগবান রয়েছেন।'