কলকাতা: বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বাবুল সুপ্রিয়। শনিবার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করেন বাবুল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভবানীপুরের ভোটের আগে বড় ধাক্কা খেল বিজেপি। 


আজ, ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে গিয়ে তৃণমূলে যোগদান করেন আসানসোলের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। উপস্থিত ছিলেন তৃণমূলের তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন।


গত বিধানসভা ভোটে টালিগঞ্জে বিজেপির হয়ে লড়ে হার স্বীকার করতে হয় বাবুলকে। এরপর মোদি মন্ত্রিসভার রদবদলে ঠাঁই না হওয়ায় ৭ জুলাই কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছাড়তে হয় বাবুলকে। 


এই নিয়ে ফেসবুকে তিনি ক্ষোভ উগরে দেন। তিনি লেখেন, মন্ত্রিসভার রদবদলের আগে, ফেসবুক পোস্টে বাবুল সুপ্রিয় লেখেন, ধোঁয়া যখন আছে, তখন নিশ্চিতভাবেই কোথাও আগুনও লেগেছে। 


এরপর, ৩১ জুলাই রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেন বাবুল সুপ্রিয়। তিনি লেখেন, ফেসবুকে বাবুলের ব্যাখ্যা, সমাজসেবা করতে গেলে রাজনীতিতে না থেকেও করা যায়!! নিজেকে একটু গুছিয়ে নিই তারপর। ফেসবুকে পোস্টে বাবুল ঘোষণা করেন, তিনি সাংসদ পদ থেকেও অবশ্যই ইস্তফা দিচ্ছেন। 


প্রথমে বাবুল যে ফেসবুক পোস্ট করেছিলেন, তাতে তিনি লেখেন, অন্য কোনও দলে যাচ্ছি না। তৃণমূল, কংগ্রেস, সিপিএম - কোথাও নয়। কনফার্ম করছি। কেউ আমাকে ডাকেওনি। আমি কোথাও যাচ্ছি না। 


কিছুক্ষণ পরেই অবশ্য বাবুল ওই ফেসবুক পোস্ট এডিট করে, অন্য দলে যোগ না দেওয়ার প্রসঙ্গটিই বাদ দিয়ে দেন। জুড়ে দেন নিজের সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার প্রসঙ্গ। 


তখন থেকেই রাজ্য-রাজনীতির অলিন্দে জোর জল্পনা ছিল, বিজেপি ছাড়ার পর অন্য কোনও দলে যাওয়ার দরজা খোলা রাখলেন বাবুল? 


আরও পড়ুন: 'আমি আমার মতো করেই বলছি, চললাম', রাজনীতি ছাড়ার জল্পনা উস্কে ফেসবুক পোস্ট বাবুল সুপ্রিয়র


আরও পড়ুন: সাংসদ পদ ছাড়ছি না, তবে থাকছি না সক্রিয় রাজনীতিতে, বললেন বাবুল