কলকাতা: পায়ে পায়ে ৩৫-এ পা সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)-র। বিশেষ এই দিনটি ইন্ডাস্ট্রির বন্ধু থেকে শুরু করে সহকর্মীদের নিয়েই কাটালেন অভিনেত্রী। তবে মাঝরাতে পেলেন একটা চমক। কি সেটা?


সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে মিমির মধ্যরাতে জন্মদিন উদযাপনের একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, একেবারে রাতপোশাকে বাড়িতে রয়েছেন মিমি, আর সেই সময়েই তাঁর বাড়িতে হাজির সমস্ত বন্ধুরা। এসেছে কেক, 'বার্থ ডে গার্ল'-এর জন্য বিশেষ চশমা, মুকুট। দরজা খুলেই হাসতে হাসতে বন্ধুদের মুখের ওপরেই দরজা বন্ধ করে দিতে চান মিমি। তবে তাঁর সেই অনুরোধ শোনা হয় না মোটেই। 


সাদা টি-শার্ট আর শর্টসেই কেক কাটেন মিমি। তাঁর মাথায় পরিয়ে দেওয়া হয় আলো জ্বলা টিয়ারা, 'হ্যাপি বার্থডে' (Happy Birthday) লেখা চশমা। মিমির ভিডিওতে অবশ্য দেখা যাচ্ছে না তাঁর বন্ধুদের। তবে গলা শুনে বোঝা যায়, মিমির বাড়িতে যাঁরা হাজির ছিলেন তাঁদের মধ্যে রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee)। মিমি ও অনিন্দ্যর বন্ধুত্ব ইন্ডাস্ট্রির কাছেও বেশ পরিচিত।


রাতে বন্ধুদের নিয়ে একটি পার্টির আয়োজন করেছিলেন মিমি। নায়িকা পরেছিলেন একটি কাঁধ খোলা নীল পোশাক। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), জিৎ (Jeet), শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও অন্যান্য বন্ধুদের নিয়ে কেক কাটেন অভিনেত্রী। খাইয়েও দেন বন্ধুদের। তবে মিমির জন্মদিনে দেখা মিলল না তাঁর একসময়ের প্রিয় বান্ধবী নুসরত জাহান (Nusrat Jahan)-এর। এলেন না যশ দাশগুপ্ত (Yash Dashgupta)-ও। ছিলেন না অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)-ও। এখন ইন্ডাস্ট্রিতে নজর কাড়ে নুসরত ও ঋতাভরীর বন্ধুত্ব। নুসরতের নতুন ছবির প্রিমিয়ারে একেবারে নায়িকার পাশেই দেখা গিয়েছিল আরেক নায়িকাকে। তবে মিমি আর নুসরতের বন্ধুত্বে যে ছেদ পড়েছে, তা অবাক করে ইন্ডাস্ট্রির অনেককেই। যদিও এ নিয়ে কখনও সেভাবে মুখ খোলেননি মিমি। 


 






আরও পড়ুন: Cyber Crime: সাইবার প্রতারণার শিকার মহেশ বাবু-নম্রতা শিরোদকরের কন্যা সিতারা, সতর্কতা জারি


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।