কলকাতা: ময়ূরভঞ্জে ফের একসঙ্গে হয়েছেন গোরা-পুপে। সেই চেনা লাইটস-ক্যামেরা-অ্যাকশন। কেবল বদলে গিয়েছে পরিচালক। 'খেলা শেষে'-র সেট থেকে 'গানের ওপারে'-র স্মৃতি হাতড়ালেন মিমি চক্রবর্তী। যাঁর হাত ধরে তাঁর রুপোলি পর্দায় পা রাখা, আজ তাঁর জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় ১১ বছর আগের আর বর্তমান ছবির কোলাজ ভাগ করে নিলেন মিমি চক্রবর্তী। ক্যাপশানে লিখছেন, 'ঋতুদা, তোমার জন্য'।
অরিন্দম শীল পরিচালিত 'খেলা যখন'-এর হাত ধরে ফের বড়পর্দায় জুটি বাঁধছেন মিমি চক্রবর্তী ও অর্জুন চক্রবর্তী। আপাতত জোরকদমে চলছে শ্যুটিং। মিমি-অর্জুনের জুটি প্রথম জনপ্রিয়তা পায় ছোটপর্দার ধারাবাহিক 'গানের ওপারে' থেকে। ধারাবাহিকে মিমির চরিত্রের নাম ছিল পুপে আর অর্জুন ছিল গোরা। ধারাবাহিকটি পরিচালনা করেছিলেন ঋতুপর্ণ ঘোষ। সেই প্রথম অভিনয় জগতে পা রাখা অর্জুন ও মিমির। ঋতুপর্ণের গল্পের বুনোটে দর্শক অনায়াসে আপন করে নিয়েছিল নতুন দুই মুখকে। ১১ বছর পেরিয়েও মিমি-অর্জুনকে একসঙ্গে দেখলে যেন বার বার গোরা পুপের কথাই ফিরে আসে দর্শকের মনে।
আজ সোশ্যাল মিডিয়ায় দুটি ছবির কোলাজ শেয়ার করেছেন মিমি। দুটি ছবিরই মানুষ এক, ভঙ্গিমাও এক। ঘন হয়ে বসে রয়েছেন মিমি-অর্জুন। মাঝে কেবল ১১ বছর। মিমি লিখেছেন, 'ঋতুদা, তোমার জন্য'। গোরা পুপে থেকে খেলা যখন-এর ১১ বছরের সফর। নায়িকার পোস্টে কমেন্ট বক্সে ভালোবাসা জানালেন অনুরাগীরা।
সম্প্রতি ময়ূরভঞ্জে ছবির শ্যুটিং-এর মাঝেই একটি ছবি পোস্ট করেছিলেন মিমি। লিখেছিলেন, 'ফ্লোর স্টোরিজ'। ছবিতে একেবারে সাদামাটা সাজে দেখা গিয়েছে মিমিকে। মুখে হালকা মেকআপ, চুলে বিনুনি। অন্যদিকে একেবারে চরিত্রের সাজেই রয়েছেন অর্জুন, সুস্মিতা ও জুন। হাসিমুখে সেলফিটি তুলেছেন পরিচালক অরিন্দম।
এই ছবির জন্য মার্শাল আর্ট শিখছেন মিমি চক্রবর্তী। শুধু তিনি নয়, মার্শাল আর্ট শিখছেন অর্জুন-সুস্মিতাও। নতুন ছবির 'অ্যাকশান সিকোয়েন্স' নিয়ে উচ্ছসিন অর্জুন। এবিপি আনন্দকে জানিয়েছিলেন, তিনি আগের ছবিতে ছোটখাটো অ্যাকশান করেছেন। তবে এতটা অ্যাকশান করার জন্য আলাদা করে মার্শাল আর্ট শেখাটা জরুরি, কারণ পর্দায় অ্যাকশান বেশ কঠিন বলেই মনে হয় অর্জুনের। একই মত মিমিরও। ছবিতে তাঁর চরিত্রের নাম উর্মি।