কলকাতা: টলিউডে অভিনেত্রীদের হেনস্থা নিয়ে একের পর এক অভিযোগ নিয়ে কার্যত তোলপাড় বাংলা ইন্ডাস্ট্রির একাংশ। আর এর মধ্যেই খবর এসেছে, মালয়ালি ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Malayalam film industry) মহিলাদের ওপর যে অত্যাচারের অভিযোগ উঠে এসেছে, তার তদন্ত করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে কেরল সরকার। 'কে হেমা কমিটি রিপোর্ট' (K. Hema Committee Report) প্রকাশ্যে আসার পরেই কেরালা সরকারের তরফ থেকে ৭ পুলিশ অফিসারের এক বিশেষ দল গঠন করা হয়েছে যাঁরা এই অভিযোগের সত্যতা যাচাই করবেন। কিন্তু হেনস্থার অভিযোগ ওঠা সত্ত্বেও কেন এই ধরণের পদক্ষেপ নিচ্ছে না বাংলা? সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করে সেই প্রশ্নই রাখলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)।
আজ একটি লম্বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঋতাভরী লিখেছেন, 'কেরলের 'কে হেমা কমিটি রিপোর্ট' ও ৭ সদস্যের পুলিশ অফিসার দল গঠন আমায় ভাবাচ্ছে। বাংলা ইন্ডাস্টিতেও তো হেনস্থার অভিযোগ রয়েছে। সেখানে আমরা এই ধরনের পদক্ষেপ কেন নিতে পারি না? বাংলা ইন্ডাস্ট্রিতেও এমন অনেক অভিনেত্রী হেনস্থার শিকার হয়েছেন, তাঁদের মধ্যে কিছু জনকে আমি তো ব্যক্তিগতভাবেও চিনি। এই সমস্ত নায়ক, প্রযোজক বা পরিচালকেরা যে নিদ্বিধায় টলিউডে শুধু কাজ করতে পারছেন এমনটা নয়, তাঁরা তো আরজি করার ঘটনায় মোমবাতি হাতে হেঁটেও ফেলেছেন এই নোংরা মানসিকতা নিয়ে। অবাক হই, ওঁরা তো মহিলাদের মাংসপিণ্ড ছাড়া আর কিছু মনেই করেন না।! আসুন আমরা এইসব মানুষদের মুখোশ টেনে ছিঁড়ে ফেলি। আমি আমার সমস্ত অভিনেত্রীদের এইসব দানবদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ডাকছি। আমি জানি অনেকেই ভয় পাচ্ছেন যে চরিত্র হারাবেন বা আর কখনও কাজই পাবেন না। কিন্তু আর কতদিন এভাবে চুপ করে বসে থাকবেন? এই পেশায় নতুন যাঁরা কাজ করছে আমরা পুরনোরাই তো তাঁদের বাঁচাব, তাঁদের জন্য লড়ব। নাহলে তাঁদের ধারণা হয়ে যাবে এখানে কেবলমাত্র দেহব্যবসা হয়! মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা এই বিষয়ে আপনার হস্তক্ষেপ চাই।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।