নয়া দিল্লি: এই জঙ্গলে তিনিই 'রাজা'! আশেপাশে তাঁকে দেখলে এড়িয়েই চলে সকলে। বনের রাজা ভ্রমণে বেরলে আঁচ পেলেই এলাকা ছাড়ে বাকি জন্তুরা। এহেন রাজাকেই কি না পিছু হটতে হল? এমনই এক বেনজির দৃশ্য দেখল পর্যটকরা। সেই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। 


মহারাষ্ট্রের তাডোবা-আন্ধেরি টাইগার রিজার্ভ অভয়ারণ্যে এমন বিরল দৃশ্যের সাক্ষী হয়েছেন একদল পর্যটক। জঙ্গল সাফারি করার সময়ই এই দৃশ্যের সাক্ষী হন তাঁরা। তবে ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। অগাস্টের ৮ তারিখ একদল পর্যটকরা গিয়েছিলেন ওই অভয়ারণ্যে। সেই সময় দুই বন্যপ্রাণের এমন লড়াই হতবাক হয়ে দেখেছেন পর্যটকরা। 


ভিডিওটি রেকর্ড করেছেন সুধীর চারমোডে। তিনি তাডোবা-আন্ধেরি টাইগার রিজার্ভ এর ট্যুর গাইড। ওই ভিডিওটে দেখা যাচ্ছে, বনের মধ্যেই একটি কর্দমাক্ত নদী, সেখান দিয়ে যাচ্ছিল একটি কেউটে। ওপার দিয়ে আসে একটি বাঘ। আয়তনে লড়াইয়ের ময়দানে লনা চলে না। কিন্তু রাগ, তেজ কিংবা ক্ষিপ্রতায় কেউ কারও থেকে কম যায় না। 


ভিডিওতে দেখা যায়, প্রথমে ওই সাপটিকে উপেক্ষা করেই বাঘটি জলধারা পেরোতে যায়। কিন্তু তেড়ে আসে সাপটি। শুধু তেড়ে নয়, রীতিমতো ফণা তুলে বাঘের দিকে তেড়ে যায়। কেউটের রূদ্রমূর্তি দেখে ভয় পেয়ে পিছিয়ে যায় বাঘও। এক-পা  দু-পা করে ক্রমশ পিছিয়ে যেতে থাকে সে। 


যদিও পাল্টা লড়াইয়ে নামেনি বাঘ। বরং পিছিয়ে গিয়ে বেশ কিছুটা দূরত্ব বজায় রেখেছিল সে। বাঘ পিছিয়ে যেতে থেমে যায় কেউটেও। ফোঁস ফোঁস করলেও আর আক্রমণে যায়নি।                                     






ইন্ডিয়া টুডে-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ওই ট্যুর গাইড বলেন, 'আমি প্রতিদিনের মতোই ট্যুর গাইডের কাজ করতে যাই। আমি ওই সাফারি দলের সঙ্গে ছিলাম। বিকেল ৪.৩০ নাগাদ সেই সময়ই বাঘ এবং কেউটের এমন লড়াইয়ের দৃশ্য দেখি আমরা। পর্যটকরা এমন দৃশ্য দেখে স্বভাবতই খুব উচ্ছ্বসিত।' 



আরও পড়ুন, খাঁচা টপকে রয়েল বেঙ্গলকে খোঁচানোর চেষ্টা! বাঘের মুখ থেকে কোনক্রমে প্রাণে বাঁচলেন মহিলা



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে