কলকাতা: মায়ের জন্মদিন কি মাতৃদিবস হতে পারে না? পোস্টে এমনই প্রশ্ন তুললেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। আজ তাঁর মা ডা. শতরূপা সান্যালের জন্মদিন। মায়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায়। পোস্টে লিখলেন এক আবেগঘন লম্বা পোস্ট। 


কোনওটা মায়ের সঙ্গে তাঁর ছোটবেলার ছবি, কোনও ছবিতে তিনি মা-কে কেক খাওয়াচ্ছেন, কোথাও আবার মা-মেয়ে মেতেছেন খুনসুটিতে। আবার একটি ভিডিওয় দেখা যাচ্ছে ঋতাভরীর স্কুলে কচিকাঁচাদের সঙ্গে হুল্লোড়ে মেতেছেন মা-মেয়ে। 


 






মায়ের জন্মদিনে ছবি ও ভিডিও পোস্ট করে ক্যাপশনে কী লিখলেন ঋতাভরী চক্রবর্তী? 'শুভ জন্মদিন মা না কি আমার মাতৃদিবস বলা উচিত? ডা. শতরূপা সান্যাল একজন লেখিকা, পরিচালক, কবি, ডাক্তার, কম্পোজার, সমাজসেবী কিন্তু সবকিছুর ওপরে তিনি একজন মা...একজন মা!'


মায়ের প্রশংসায় লম্বা একটি পোস্ট লেখেন তিনি। তাঁর সাহচর্যে থাকা সমস্ত নারী, অবলা প্রাণীকে যেভাবে তিনি আগলে রেখেছেন, তাঁর জন্য কুর্নিশ জানিয়েছেন অভিনেত্রী।


আরও পড়ুন: 17 Years of Veer Zaara: 'বীর জারা' ছবির ১৭ বছর পূর্তি, যশ চোপড়ার ফোনে বাজত ছবির 'তেরে লিয়ে' গান