মুম্বই: ফ্যাশন ব়্যাম্পে (fashion ramp) ঝলমলে উপস্থিতি। জমকালো সাজের সঙ্গে চোখে পড়ল পেটের পোড়া দাগও (burnt mark)। ল্যাকমে ফ্যাশন উইকের মঞ্চ থেকে ফের শিরোনামে সারা আলি খান (Sara Ali Khan)।
পেটের পোড়া দাগ হল 'অলঙ্কার'! ফ্যাশন শোয়ে নজর কাড়লেন সারা আলি খান
মুম্বইয়ে বরুণ চাক্কিলামের ডিজাইন করা পোশাকে ল্যাকমে ফ্যাশন উইক এক্স এফডিসিআই ২০২৪-এর ব়্যাম্পে হাঁটলেন অভিনেত্রী সারা আলি খান। ঝলমলে ধূসর লেহঙ্গায় দেখা মুক্তোর কাজ করা। পোশাকের খাতিরেই লম্বা পেট অনাবৃত রইল অভিনেত্রীর, স্পষ্ট নজরে পড়ল লম্বা পোড়া দাগ। চাক্কিলামের কালেকশন 'লেনোরা'র পোশাক পরেন নায়িকা। অভিনেত্রীর মেকআপে দেখা গেল ডিউই বেস, মাসকারা, কাজল কালো চোখ। চুল খোলা রেখেছিলেন ঢেউ খেলানো স্টাইলে। কানে দেখা গেল লম্বা পাথর বসানো দুল।
তবে গোটা পোশাকের মাঝেই নজরে পড়ল তাঁর পেটের লম্বা পোড়া দাগ। প্রসঙ্গত, দিন কয়েক আগেই হঠাৎ খবর মেলে যে আহত নবাব কন্যা। একটি ভিডিও পোস্ট করে নিজেই মজার ছলে সেই খবর দেন অভিনেত্রী। সারা এখন ব্যস্ত তাঁর আসন্ন 'অ্যায় ওয়াতন মেরে ওয়াতন' ও 'মার্ডার মুবারক' প্রচার নিয়ে। এর মধ্যে 'মার্ডার মুবারক' ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। সেই ব্যস্ত শিডিউলের মধ্যেই জানা যায় দিন দশেক আগে পুড়ে যায় তাঁর পেটের একাংশ। প্রচারের কাজে তুমুল ব্যস্ততার মাঝে পেটের ওপর গরম কফি পড়ে যায় তাঁর। বড়সড় দুর্ঘটনা না হলেও অঘটন তো বটেই। সেই ভিডিওয় তাঁকে পোড়া অংশে মলম লাগাতে দেখা যায়। সেই সঙ্গে চেনা ঢঙে শায়েরিও! তবে সেই দাগ ঢাকার বিশেষ চেষ্টা করেননি অভিনেত্রী, নায়িকা হওয়া সত্ত্বেও সেই নিয়ে কুণ্ঠা বোধ করেননি সারা।
সারা আলি খানের কাছে ফ্যাশন মানে কী? অভিনেত্রী জানান, 'আমি মনে করি আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আরাম ও নিজে যেমন তেমন থাকা এবং আপনার পোশাক ব্যবহার করে আপনি যেমন তেমনটা প্রকাশ করতে পারা চাই। এই পোশাকে সবচেয়ে পছন্দের বিষয় ছিল আমি ইচ্ছামতো নড়াচড়া করতে পেরেছি এবং আমার নিজেকে কোথাও বাধাপ্রাপ্ত মনে হয়নি।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।