Lok Sabha Election: অ্যাপের মাধ্যমে করতে পারবেন অনেককিছু, মুঠোফোন আর ওয়েবসাইটে কী কী সুবিধে নিয়ে এল নির্বাচন কমিশন ?

Los Sabha Election 2024 : নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য চালু করা হচ্ছে ২৭টি অ্যাপ ও পোর্টাল। এর মধ্যে রয়েছে VHA অ্যাপ, cVigil অ্যাপ এবং KYC অ্যাপ। সঙ্গে থাকছে Suvidha Portal-ও।

Continues below advertisement

ECI Technology: ১৬ মার্চ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হল। আগামী ১৯ এপ্রিল থেকেই শুরু হবে লোকসভা নির্বাচন। সমস্ত দেশে সাত দফায় হবে এই নির্বাচন। ১৯ এপ্রিল শুরু হবে নির্বাচন প্রক্রিয়া, ভোটের ফল ঘোষণা হবে ৪ জুন। ভোটের দিনক্ষণ ঘোষণার পাশাপাশি নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সমস্ত স্টেক হোল্ডারদের জন্য প্রযুক্তিগত বেশ কিছু সুবিধে নিয়ে এসেছে নির্বাচন কমিশন। চালু হতে চলেছে ২৭টি অ্যাপ ও পোর্টাল যেখানে সাধারণ মানুষ ভোট চলাকালীন অপ্রীতিকর ঘটনার অভিযোগ জানানো থেকে শুরু করে নিজেদের ভোটকেন্দ্র কোথায় পড়েছে সেটিও দেখতে পাবেন। শুধু তাই নয়, প্রার্থীরাও মনোনয়ন জমা করতে পারবেন এই পোর্টাল বা অ্যাপের মাধ্যমে। জেনে নিন কোন অ্যাপে কী কাজ করা যাবে, কোন পোর্টালে কী সুবিধে।

Continues below advertisement

১৬ মার্চ শনিবার এক্স হ্যান্ডলে ভারতের নির্বাচন কমিশন একটি টুইট করে জানায়, ১৮তম লোকসভা নির্বাচনে প্রযুক্তির উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য চালু করা হচ্ছে ২৭টি অ্যাপ ও পোর্টাল। এর মধ্যে রয়েছে VHA অ্যাপ, cVigil অ্যাপ এবং KYC অ্যাপ। সঙ্গে থাকছে Suvidha Portal-ও।

VHA অ্যাপে কী কী করতে পারবেন ?

এই অ্যাপটি মূলত সাধারণ ভোটারদের ব্যবহারের জন্য। এই অ্যাপের মাধ্যমে বেশ কিছু কাজ করা যাবে।

  • VHA অ্যাপের মাধ্যমে অনলাইনে ফর্ম জমা করতে পারবেন ভোটার কার্ডের জন্য।
  • ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা তা জানতে পারবেন, নিজে যাচাই করতে পারবেন।
  • আপনার ভোটকেন্দ্র কোথায় পড়েছে সেই তথ্যও জানা যাবে VHA অ্যাপে।
  • বুথ লেভেল অফিসার (BLO)-র সঙ্গে যোগাযোগ করতে পারবেন সাধারণ ভোটার।
  • আপনার ভোটার কার্ড ডাউনলোড করা যাবে এই অ্যাপের মাধ্যমে।

চালু হচ্ছে c-Vigil অ্যাপও, কী সুবিধে ?

সাধারণ ভোটাররা এই অ্যাপ ব্যবহার করতে পারেন। একটাই অ্যাপের মাধ্যমে অভিযোগ জমা, নির্বাচনী বিধি লঙ্ঘনের প্রতিবেদন এবং তার আশু সমাধান করা যাবে।

নির্বাচন প্রক্রিয়া চলাকালীন কোথাও কোনও বিধি লঙ্ঘন হলে, অপ্রীতিকর ঘটনা ঘটলে তা এই অ্যাপের মাধ্যমে জানাতে পারবেন সাধারণ ভোটার। অভিযোগ কে করেছেন তা সম্পূর্ণ গোপন থাকবে।

KYC অ্যাপের কী ব্যবহার ?

নির্বাচনের প্রার্থীদের চিনতে সাহায্য করবে এই অ্যাপ। এর মধ্যে সমস্ত প্রার্থীদের এফিডেভিট সাধারণ মানুষ দেখতে পারবেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যে সমস্ত প্রার্থীদের কোনও অপরাধমূলক কাজের সঙ্গে সংযোগ ছিল, তাহলে সেই তথ্যও জানাতে হবে এই অ্যাপে। বিভিন্ন রাজনৈতিক দলগুলিকেও কমিশনের তরফ থেকে জানানো হয়েছে সমস্ত তথ্য প্রকাশ্যে আনার জন্য।

চালু হবে 'সুবিধা পোর্টাল', কী সুবিধে-কাদের সুবিধে ?

  • এই পোর্টালের মাধ্যমে মনোনয়ন জমা করবেন প্রার্থীরা, সঙ্গে এফিডেভিটও জমা করা যাবে।
  • কোনও সভা বা মিছিলের জন্য এই পোর্টালে গিয়ে অনুমতি নিতে হবে প্রার্থীদের।

আরও পড়ুন: Vote from Home: বাড়ি থেকেই ভোট, বয়স্ক এবং বিশেষ ভাবে সক্ষমদের জন্য বিশেষ সুবিধা

Continues below advertisement
Sponsored Links by Taboola