মুম্বই: ভারত তো বটেই, গোটা বিশ্ব করোনা টিকার অপেক্ষায়। দেশে আজ থেকে শুরু হচ্ছে করোনা টিকার ড্রাই রান। বিশ্বের বহু মানুষ সাহসে ভর করে ইতিমধ্যেই টিকা নিয়েছেন। এঁদেরই দলে নাম লেখালেন অভিনেত্রী শিল্পা শিরোদকর।

আঁখে-র মত সুপারহিট ছবির নায়িকা শিল্পা দুবাই থেকে নিয়েছেন করোনা টিকা। এর পর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন তিনি। তাতে দেখা যাচ্ছে, তাঁর হাতের ওপরে লাগানো রয়েছে তুলো। তিনি লিখেছেন, টিকা নিয়ে নিয়েছি, এখন পুরোপুরি সুরক্ষিত। Thank you UAE.


দীর্ঘদিন ধরে দুবাই থাকেন শিল্পা, সেখান থেকেই টিকা নিয়েছেন। তিনিই প্রথম বলিউড অভিনেত্রী যিনি করোনা টিকা নিলেন।

শিল্পা হলেন প্রাক্তন মিস ইন্ডিয়া নম্রতা শিরোদকরের বড় বোন। দুই বোন এক সঙ্গে বিনোদন জগতে প্রবেশ করেন। কিন্তু শিল্পা পা রাখেন বলিউডে আর নম্রতা মডেলিংয়ে। যদিও পরে তাঁকেও বলিউডে দেখা যায়। আঁখে ছাড়াও শিল্পাকে দেখা গিয়েছে কিষাণ কানহাইয়া, ত্রিনেত্র, হাম, দিল হি তো হ্যায়, পহচান, গোপী কিষাণ ও মৃত্যুদণ্ড-র মত জনপ্রিয় ছবিতে। তাঁর শেষ ছবি গজ গামিনী।


বিয়ের পর কাজ ছেড়ে দেন শিল্পা। বিয়ের প্রায় ১০ বছর পর ছোট পর্দায় কেরিয়ার শুরু করেন তিনি, তাঁকে দেখা যায় এক মুঠ্ঠি আসমান সিরিয়ালে।

ভারতে করোনায় সুস্থতার সংখ্যা ১ কোটি ছাড়িয়েছে। কমেছে দৈনিক মৃত্যু।  তবে বেড়েছে দৈনিক সংক্রমণ। দেশে দৈনিক সুস্থতার সংখ্যাও কমেছে। দৈনিক মৃত্যুতে দেশে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৬ জনের। দ্বিতীয় স্থানে রয়েছে কেরল। ওই রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ২৫ জনের। পশ্চিমবঙ্গ তৃতীয়, শেষ ২৪ ঘণ্টায় মৃত ২২।

দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৩৩৬ জনের।  মোট আক্রান্ত ১ কোটি ৩ লক্ষ ৯৫ হাজার ২৭৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২২২ জনের।