ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী সোনালী বেন্দ্রে, কতটা গুরুতর তাঁর রোগ? কী মত চিকিৎসকদের
ক্যান্সারের ক্ষেত্রে সব মতামত বিশেষজ্ঞদের। এ বিষয়ে এবিপি আনন্দের কোনও দায় নেই। যে কোনও রোগের চিকিৎসার ক্ষেত্রেই বিশেষজ্ঞদের মতামত নেওয়া দরকার
সোনালী জানিয়েছেন, তাঁর মেটাস্টেটিক ক্যান্সার হয়েছে। ড. অনিলের মতে, এর অর্থ ক্যান্সার চতুর্থ পর্যায়ে। এই রোগে কোষগুলি শরীরের এক অংশ থেকে অন্য অংশে ছড়িয়ে পড়ে। ফলে ঠিক কোন অংশে প্রথমে এই রোগ হয়েছিল, সেটা চিহ্নিত করা কঠিন। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
সোনালীর অনুরাগীদের আশা, তাঁদের প্রিয় অভিনেত্রী দ্রুত সুস্থ হয়ে উঠবেন
অপর এক চিকিৎসক অশোক বৈদ্য জানিয়েছেন, শরীরের কোন অংশে ক্যান্সার হয়েছে, সেটা যতক্ষণ না জানা যাচ্ছে, ততক্ষণ এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়। এই ধরনের ক্যান্সারের আলাদা ধরন ও পার্শ্ব-প্রতিক্রিয়া হয়। তাই কোন অংশে ক্যান্সার হয়েছে, সেটা জানা দরকার। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
হাই গ্রেড ক্যান্সারের ক্ষেত্রে শরীরে যত বেশি অপ্রয়োজনীয় কোষ তৈরি হয়, ততই সেগুলি অন্য অংশে ছড়িয়ে পড়ে। ছবি সৌজন্যে গুগল ফ্রি ইমেজ
এই চিকিৎসক আরও জানিয়েছেন, মানুষের শরীরে যখন প্রয়োজনের তুলনায় বেশি কোষ তৈরি হতে থাকে এবং এর উপর কোনও নিয়ন্ত্রণ থাকে না, তখনই ক্যান্সার হয়। এই অতিরিক্ত কোষগুলি যেমন মস্তিষ্ক সহ বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে, তেমনই রক্তেও মিশে যেতে পারে। ছবি সৌজন্যে গুগল ফ্রি ইমেজ
এই রোগের চিকিৎসা না থাকলেও, ক্যান্সার শরীরের কোন অংশ থেকে ছড়িয়ে পড়েছে, সেটা জানা বিশেষ জরুরি বলেই মনে করছেন ড. অনিল। ছবি সৌজন্যে গুগল ফ্রি ইমেজ
এ বিষয়ে ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট ড. অনিল ঠকবাণীর সঙ্গে কথা বলেছি আমরা। তিনি সোনালীর রোগের বিষয়ে নিজের মতামত জানিয়েছেন। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
ড. অনিল জানিয়েছেন, হাই গ্রেড ক্যান্সারের কোনও চিকিৎসা নেই। এই রোগ সাধারণত সারে না। ছবি সৌজন্যে গুগল ফ্রি ইমেজ
হাই গ্রেড ক্যান্সার মস্তিষ্ক, ফুসফুস, লিভার বা কিডনিতে হতে পারে বলে জানিয়েছেন এই চিকিৎসক। ছবি সৌজন্যে গুগল ফ্রি ইমেজ
এই চিকিৎসক জানিয়েছেন, শরীরের কোন অংশে ক্যান্সার হয়েছে, সেটা সবার আগে জানা দরকার। কারণ, চিকিৎসার ক্ষেত্রে এটা সবচেয়ে জরুরি। ছবি সৌজন্যে গুগল ফ্রি ইমেজ
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চিকিৎসা চলছে এই অভিনেত্রীর। বিভিন্ন পরীক্ষা করা হচ্ছে। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
সোনালীর শরীরের কোন অংশে ক্যান্সার হয়েছে, সেটা অবশ্য জানা যায়নি। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
তাঁর হাই গ্রেড মেটাস্টেটিক ক্যান্সার হয়েছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
অভিনেতা ইরফান খানের পর এবার অভিনেত্রী সোনালী বেন্দ্রেও ক্যান্সার-আক্রান্ত বলে জানা গেল। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই খবর জানিয়েছেন সোনালী। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম